Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কৃষকদের প্রতিবছর টাকা, একনজরে দেখুন নির্বাচনে বিজেপির ইশতেহার

আগেই প্রকাশ করা হয়ে গিয়েছিল সম্পূর্ণ প্রার্থী তালিকা। বাকি ছিল শুধুমাত্র ইশতেহার প্রকাশ। এবারে ষোল কলা পূর্ণ করে ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইশতেহার প্রকাশ করে দিল ভারতীয় জনতা পার্টি।…

Avatar

By

আগেই প্রকাশ করা হয়ে গিয়েছিল সম্পূর্ণ প্রার্থী তালিকা। বাকি ছিল শুধুমাত্র ইশতেহার প্রকাশ। এবারে ষোল কলা পূর্ণ করে ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইশতেহার প্রকাশ করে দিল ভারতীয় জনতা পার্টি। ইশতেহার প্রকাশের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, স্বাধীনতার পর থেকেই পিছিয়ে পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গ। বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কোনো উন্নতি করেনি। পশ্চিমবঙ্গের আসন উন্নতি হবে ভারতীয় জনতা পার্টির হাত ধরে।

আসুন দেখে নেওয়া যাক ভারতীয় জনতা পার্টির এই ইশতেহারে কি কি রইল-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
  • চালু করা হবে আয়ুষ্মান ভারত প্রকল্প।
  • চালু হবে কৃষক সম্মান নিধি যোজনা। একসঙ্গে বকেয়া টাকা আপনারা পাবেন। প্রতিবছর দেওয়া হবে ১০ হাজার টাকা করে।
  • প্রতি মৎস্যজীবীকে বছরে ৬,০০০ টাকা করে দেওয়া হবে।
  • সরস্বতী পূজা এবং দূর্গা পূজা করার জন্য কাউকে আদালতে যেতে হবে না।
  • সীমান্ত সুরক্ষার উপর নজরদারি আরো বাড়ানো হবে।
  • ৭০ দেশে আছেন এমন শরণার্থীকে নাগরিকত্ব দেওয়া হবে।
  • মহিলাদের কেজি থেকে পিজি অবধি পড়ার জন্য কোনো টাকা দিতে হবেনা।
  • মহিলাদের গণপরিবহনের জন্য কোনো টাকা দিতে হবে না।
  • ভূমিহীন কৃষকদের বছরে ৪ হাজার টাকা করে দেওয়া হবে।
  • মাহিষ্য সম্প্রদায়কে ওবিসীর আওতায় আনা হবে।
  • প্রতিটি পরিবারে অন্তত একজনকে চাকরি দেওয়া হবে
  • সপ্তম বেতন কমিশন চালু করা হবে।
  • ৩টি নতুন এইমস চালু করা হবে।
  • বিধবা ভাতা দেওয়া হবে ৩ হাজার টাকা।
  • দলিত আদিবাসী ছাত্রীদের ধাপে ধাপে টাকা দেওয়া হবে।
  • আমুলের সাহায্য নিয়ে বড়ো দুগ্ধ প্রকল্প স্থাপন হবে।
  • ৫,০০০ কোটি টাকার একটি ফান্ড তৈরি হবে কৃষকদের জন্য। কৃষকদের সন্তানদের বিনামূল্যে পড়ানো হবে।
  • আশা কর্মীদের বেতন বাড়বে ১.৫ হাজার টাকা।
  • ১০ হাজার স্টার্টআপ ব্যবসা শুরু হবে।
  • সত্যজিৎ রায় ইন্টারন্যাশনল অ্যাওয়ার্ড চালু হবে।
About Author