Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় পণ্ডিত অজয় চক্রবর্তীকে আমন্ত্রণ বিজেপির

কলকাতা: পুজোর আগে রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু শেষ মুহূর্তে তাঁর আসা বাতিল হয়ে যায় এবং তাঁর পরিবর্তে রাজ্যে সফর করতে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি…

Avatar

কলকাতা: পুজোর আগে রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু শেষ মুহূর্তে তাঁর আসা বাতিল হয়ে যায় এবং তাঁর পরিবর্তে রাজ্যে সফর করতে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু সম্প্রতি রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ। তার আগে গতকাল, সোমবার বিকেলে এই কারণে হঠাৎ পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে গিয়ে হাজির হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিং। কিন্তু প্রশ্ন হচ্ছে পদ্মভূষণজয়ী শিল্পীর বাড়িতে এই তিন বিজেপি নেতার কেন আগমন ঘটেছে?

জানা গিয়েছে, অমিত শাহের সভায় পণ্ডিত অজয় চক্রবর্তীকে আমন্ত্রণ জানানোর জন্যই তাঁর বাড়িতে বিজেপির শীর্ষস্থানীয় এই তিন নেতা গিয়েছিলেন। শুধু পদ্মভূষণজয়ী শিল্পী নন, আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের এই সভায় আমন্ত্রণ করা হবে বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। এ সকল বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাদা করে সভা শেষে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একুশের ভোটের আগে এখন থেকে নির্বাচনের কৌশল সাজানো শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। চলতি মাসের ৫ এবং ৬ তারিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এ রাজ্যে সর্বদলীয় বৈঠক রয়েছে। যদিও কোনওরকম জনসভার আয়োজন করোনাবিধির কথা মাথায় রেখে করা হবে না। তবে হঠাৎ তাঁর এই বৈঠকে কেন বিশিষ্টজন সহ পণ্ডিত অজয় চক্রবর্তীকেও আমন্ত্রণ জানানো হল, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি।

About Author