Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে লড়াইয়ে দ্বিতীয় স্থানে বিজেপি, অনেকটাই এগিয়ে কংগ্রেস-JMM জোট

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনী ভোটের গণনা শুরু হয়েছে আজ সকাল থেকে। প্রথম দিকে কংগ্রেস-JMM জোট এগিয়ে ছিল কিন্তু ধীরে ধীরে বিজেপি এগিয়ে যায়। এরপর গণনা এগোতে থাকলে দেখা যায় বিজেপি অনেকটাই…

Avatar

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনী ভোটের গণনা শুরু হয়েছে আজ সকাল থেকে। প্রথম দিকে কংগ্রেস-JMM জোট এগিয়ে ছিল কিন্তু ধীরে ধীরে বিজেপি এগিয়ে যায়। এরপর গণনা এগোতে থাকলে দেখা যায় বিজেপি অনেকটাই পিছিয়ে পড়েছে। বিজেপির হাত থেকে ঝাড়খণ্ড বেরিয়েও যেতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

মোট ৮১ টি আসনের মধ্যে সরকার গড়ার জন্য প্রয়োজন অন্তত ৪২ টি আসন। এই মুহুর্তে কংগ্রেস জোট-৪৪ টি, বিজেপি -২৬ টি, জেভিএম- ৩ টি এবং অন্যান্য পেয়েছে ৮ টি আসন। অর্থাৎ কংগ্রেস জোট সেদিক থেকে অনেকটাই এগিয়ে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
আরও পড়ুন :  আজ শহরে জে পি নাড্ডার নেতৃত্বে বিজেপির বড় কর্মসূচি

পরিস্থিতি নাগালের বাইরে বেরিয়ে যাওয়া দেখে বিজেপি দলের হয়ে দায়িত্বে থাকা ওম মাথুর মুখ্যমন্ত্রী রঘুবীর দাসের সাথে বৈঠক করেন। পরবর্তী পদক্ষেপ কি নেবেন সে বিষয়ে আলোচনা করেন। বিজেপি নেতারা JMM ও AJSU নেতাদের সাথে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

এদিকে কংগ্রেস জোট সরকার গঠনের কয়েক পদক্ষেপ পিছিয়ে।তারাও JMM এবং AJSU দলের সাথে কথা বলছেন। তবে লড়াই এখনো শেষ হয়নি। গণনা শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

About Author