Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুখ্যমন্ত্রী হওয়ার মুখ নেই বলেই নাম ঘোষণা করছে না’, গেরুয়া শিবিরকে খোঁচা অনুব্রতের

যতই কেন্দ্রের নেতারা আসুন, গেরুয়া শিবির কিছুতেই ক্ষমতায় আসবে না। মঙ্গলবার আবার এই কথা বললেন বীরভূমের শাসক শিবিরের সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এর সাথে তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী হওয়ার…

Avatar

যতই কেন্দ্রের নেতারা আসুন, গেরুয়া শিবির কিছুতেই ক্ষমতায় আসবে না। মঙ্গলবার আবার এই কথা বললেন বীরভূমের শাসক শিবিরের সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এর সাথে তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী হওয়ার কোনও মুখ নেই বিজেপিতে। এছাড়াও এইদিন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে ‘পাগল-ছাগল’ বলেও কটাক্ষ করেন তিনি। অন্যদিকে মঙ্গলবার তথা আজ অনুব্রতের গড়ে একাধিক কর্মসূচি ছিল বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার। সেখানে এদিন সভা ও করেছেন তিনি। যদিও সেই সভাকে গুরুত্ব দেননি অনুব্রত মণ্ডল। তার বক্তব্য,”জেপি নাড্ডার (J P Nadda)সভায় এক হাজার লোক এসেছে। খেলা শুরু হয়ে গিয়েছে। সেই কারণেই লোক হয়নি। খেলা না হলে লোক থাকতো। আবার খেলা হবে।”

তারাপীঠে গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সভা নিয়ে অনুব্রত বলেন,” সব সময় ধর্ম নিয়ে রাজনীতি কড়া যায়না। কিছু করতে এবং কিছু দিতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে দুই হাত ভরে দিচ্ছেন। আর সেখানে ওরা বলেছে কাজ করে যাও কিন্তু কিছু নেই। নরেন্দ্র মোদি দু পকেটে মথ্যা কথা ভরে নিয়ে আসেন। আর মানুষকে তা বলেন।” গেরুয়া শিবিরের কেন্দ্রীয় স্তরের নেতারা বারবার বীরভূমে আসছেন এই বিষয়ে বীরভূমের শাসক শিবিরের সভাপতি এইদিন বলেন,”এলে ভালো তো। আমার জেলাকে সারা বাংলা দেখছে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাংলা দখলের মরিয়া চেষ্টা চালালেও বিধানসভা নির্বাচনে জয়ী হলে বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও জানায়নি বিজেপি। কেন? এই প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, “থাকলে তো বলবে। নেই, তাই বলছে না। নরেন্দ্র মোদির বুদ্ধি হয়েছে।” এরপরই অনুব্রত বলেন, “মা তারা ওদের সঙ্গে নেই। কারণ, মা জানেন ওদের আশীর্বাদ দিলে বাংলার ক্ষতি হয়ে যাবে। যে সব রাজ্যের ঠাকুররা ওদের আর্শীবাদ করেছে, সেই রাজ্যগুলি শেষ হয়ে গিয়েছে। তাই মা তারা আর্শীবাদ দেননি।”

About Author