নিউজরাজ্য

আজকে রাস্তা ফেরত নিতে বিশ্বভারতী আসছেন পুলিশ সুপার এবং জেলাশাসক, চরম বিতর্কে বিশ্ববিদ্যালয় চত্বরে

অন্যদিকে আলাপনী মহিলা সমিতির ঘর বন্ধ করে দিয়ে নতুন করে সমস্যায় পড়েন বিশ্বভারতীর আবাসিক প্রাক্তনী ছাত্রীরা

Advertisement
Advertisement

রাস্তা ফেরত নেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। আর সেই মত ১ লা জানুয়ারি তারিখেই রাস্তা ফেরত নেওয়া এবং আরো যাবতীয় কাজ সামলাতে আসছেন পুলিশ সুপার এবং জেলাশাসক। আর এই নিয়ে এবারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত একেবারে চরমে।

Advertisement
Advertisement

কদিন আগে বোলপুরে মুখ্যমন্ত্রীর সাংবিধানিক বৈঠক ছিল। সেই বৈঠকে তিনি ঘোষণা করেন বিশ্বভারতী কে দেওয়া কালিসায়ের মোড় থেকে উপাসনা মোড় পর্যন্ত রাস্তা হস্তান্তর করবে রাজ্য সরকার। এই ঘোষণার ঠিক পরেই বেকে বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ। শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্রের সামনে যে রাস্তা ছিল তা পাঁচিল দিয়ে ঘেরার কাজ শুরু করে বিশ্বভারতী। আর তাতেই সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের দাবি, চিত্রা মোড় এবং লাল পুলের জ্যাম এড়িয়ে এই রাস্তা দিয়ে সহজে যাওয়া যায় বিশ্বভারতীতে। আর এই রাস্তা বন্ধের ফলে চরম যানজট শুরু হয়েছে। তাদের দাবি, এই রাস্তা অবিলম্বে চলাচলের যোগ্য করে তুলতে হবে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। নাহলে তারা পরবর্তীতে আরো বড়ো আন্দোলনের পথে হাঁটবেন।

Advertisement
Advertisement

আর তার মধ্যেই আবার নতুন করে বিতর্কে বিশ্বভারতী। এদিন তারা বন্ধ করে দিয়েছে বহুদিন পুরনো আলাপনি মহিলা সমিতি। এই সমিতিতে থাকেন আশ্রমের প্রাক্তনী ছাত্রীরা। এই সিদ্ধান্তের ফলে আবার পাঠভবনের সামনে ধর্নায় বসেছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী মহিলারা। এই পরিস্থিতিতে রাস্তা ফেরত নিয়ে আসছেন বীরভূমের জেলা শাসক এবং পুলিশ সুপার।

Advertisement

Related Articles

Back to top button