দেশনিউজ

একের পর এক আলোচনা ব্যর্থ, চিনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বিপিন রাওয়াতের

Advertisement
Advertisement

সীমান্ত সমস্যা চিনের সঙ্গে একাধিক বৈঠক করেছে ভারত। তবে সেই বৈঠক তেমন ফলপ্রসূ হয়নি। এখনও পূর্ব লাদাখে নিজেদের পুরানো অবস্থান থেকে সরেনি চিনা বাহিনী। এই ঘটনায় ক্ষুব্ধ ভারত। ইঙ্গিতপূর্ণ মন্তব্যে তা বুঝিয়ে দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সোমবার এ বিষয়ে তিনি বলেন, বারবার বৈঠক ব্যর্থ হচ্ছে, ফলে সামরিক পথও খোলা রাখছে ভারত। এই পথেই চিনা আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানান তিনি।

Advertisement
Advertisement

এদিন রাওয়াত জানান, কূটনৈতিক ও সামরিক স্তরে দু’দেশই আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে তেমন কোন ফল পাওয়া যায়নি। ষষ্ঠ দফার বৈঠকের পরেও অধরা সমাধানসূত্র। ফলে এবার অন্য পথে হাঁটার ঈঙ্গিত দিল ভারত। ভারতের প্রাক্তন সেনা প্রধান তথা বর্তমান সিডিএস বিপিন রাওয়াত বলেন, যদি বারবার বৈঠকের ফল ব্যর্থ হয়, তবে চিনা সেনাবাহিনীর আগ্রাসন রুখতে অন্য রাস্তাও খোলা রাখছে ভারত।

Advertisement

পূর্ব লাদাখ সীমান্তে এপ্রিল মে মাস থেকেই টানাপোড়েন চলছে ভারত ও চিনের মধ্যে। মূলত ফিঙ্গারস পয়েন্ট, গালওয়ান ভ্যালি, হট স্প্রিং ও কোনগ্রুং নালা এলাকা গুলোর দখলদারি নিয়েই সংঘাতে জড়িয়েছে দুই দেশ। পরবর্তীকালে আলোচনার ভিত্তিতে সীমান্ত থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নেয় ভারত ও চিন। কিন্তু চিনের বিরুদ্ধে সীমান্ত থেকে সেনা না সরানোর অভিযোগ আনে নয়াদিল্লি। পূর্ব লাদাখকে কেন্দ্র করে ভারত ও চিনে সংঘাতকে ইচ্ছাকৃতভাবে চিন এখনও টেনে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এই অবস্থায় বিপিন রাওয়াতের বক্তব্যে সংঘাতের আশঙ্কা করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button