Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিপাশার করভা চৌথ, করণ ও বিপাশা করলেন একসাথে উপোস

সম্প্রতি অভিনেত্রী বিপাশা বসু নিজের গত বছরের করভা চৌথের ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। বিপাশার এই ভিডিও শেয়ার করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। বিপাশা এই ভিডিও…

Avatar

সম্প্রতি অভিনেত্রী বিপাশা বসু নিজের গত বছরের করভা চৌথের ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। বিপাশার এই ভিডিও শেয়ার করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। বিপাশা এই ভিডিও শেয়ার করে বলেছেন, প্রতি বছর তিনি ও তাঁর স্বামী করণ দুজনে একসাথে করভা চৌথের উপোস করেন। এরপর তাঁরা সমগ্র পরিবার একসাথে একটি পারিবারিক নৈশভোজে অংশ নেন। কিন্তু এই বছর করোনা অতিমারীর কারণে বিপাশা ও করণ কোনো পারিবারিক নৈশভোজের আয়োজন করেননি। এই বছর দুজনে করভা চৌথ পালন করলেও তাতে কোনো জাঁকজমক ছিল না। বিপাশা বলেন, তিনি সারা জীবন এইভাবেই করণের সঙ্গে থাকতে চান।

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর 2016 সালে অভিনেতা করণ সিং গ্রোভার ও মডেল-অভিনেত্রী বিপাশা বসু বিয়ে করেন। এই বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেতা সলমন খান। বাঙালি ও পঞ্জাবি দুই রীতি মেনেই হয়েছিল বিয়ের অনুষ্ঠান। হরর ফিল্ম ‘অ্যালোন’-এর সেট থেকে পরিচয় হয়েছিল করণ ও বিপাশার। পরে সেই সম্পর্ক প্রেমে পরিণত হয়। কিন্তু বিপাশাকে বিয়ে করার কারণে করণ যথেষ্ট ট্রোল হন সোশ্যাল মিডিয়ায়। এর আগে করণ পরপর দুই বার বিয়ে করেছিলেন। কিন্তু তাঁর সেই দুটি বিয়েই করণের পরকীয়া সম্পর্কের কারণে ভেঙে যায়। করণের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী জেনিফার উইঙ্গেট করণের সঙ্গে বিপাশার বিয়ে টিকে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। অপরদিকে বহুদিন বিপাশাও অভিনেতা ও প্রযোজক জন আব্রাহামের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে ছিলেন। কিন্তু জন তাঁকে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি না হয়ে সম্পর্ক ভেঙে দেন। জন অন্যত্র বিয়ে করেন। বিপাশার সঙ্গে করণের সম্পর্ক তৈরি হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সফল অভিনেত্রী বিপাশা বসুর কেরিয়ার ধাক্কা খায় অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করার পর। বিপাশার কাছে ফিল্মের অফার বা ‍বিজ্ঞাপনের অফার এলে তিনি শর্ত রাখতে শুরু করেন, একই ফিল্মে বা অ্যাডে করণকেও কাস্ট করতে হবে। কিছুদিন আগে একটি শোয়ের উদ্যোক্তারা দাবি করেন, শোয়ে করণকে না নেবার জন্য বিপাশা তাঁদের রীতিমত শাসিয়েছেন। বিপাশা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। প্রসঙ্গত, করণের কেরিয়ার বিপাশার মতো সফল নয়। এই মুহূর্তে তাঁর হাতে বেশি কাজও নেই।

About Author