Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চায়ের দোকান করে সংসার চালান, অবশেষে খোঁজ মিলল লতাকণ্ঠী এই মহিলার

শ্রেয়া চ্যাটার্জি - কোন রকমে চায়ের দোকান চালিয়ে সংসার চলে তার। স্বামী খোল বাদক। লতা মঙ্গেশকারের দুটি গান গেয়ে আপাতত সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছেন এই মহিলা। তিনি চাকদহের লতাকণ্ঠী, তার নাম বিপাশা…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – কোন রকমে চায়ের দোকান চালিয়ে সংসার চলে তার। স্বামী খোল বাদক। লতা মঙ্গেশকারের দুটি গান গেয়ে আপাতত সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছেন এই মহিলা। তিনি চাকদহের লতাকণ্ঠী, তার নাম বিপাশা দাস।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ছোটবেলা থেকেই তাঁর গানের প্রতি ছিল অসাধারণ টান কিন্তু বাবার অভাবের সংসারে বাবা তার মেয়েকে গান শিখিয়ে উঠতে পারেননি। পরবর্তীকালে তাঁর বিয়ে হয় খোলবাদক স্বামীর সঙ্গে। তাই বাড়িতে হাজারো অর্থাভাব থাকলেও গানের একটা পরিবেশ আছে বৈকি।

তার গান সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমত ভাইরাল হয়েছে উঠেছে প্রশংসার ঝড় অনেকে তো বলেছেন তার মত এমন প্রতিভার প্রতিষ্ঠা পাওয়া সত্যিই দরকার। স্বামী-স্ত্রী দুজনেরই নেশা গান বাজনা করা। একজন গান গান আরেকজন তাকে সঙ্গ দিতে খোল বাজান। টিনের বাড়িতে তাদের ছোট্ট সুখের সংসার।

About Author