Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গোটা বিশ্বকে করোনা মুক্ত করতে কোটি কোটি ভ্যাকসিনের খরচ দেবে বিল গেটস

করোনা ভ্যাকসিন তৈরী করার জন্য সারা বিশ্বের গবেষকরা গবেষণা চালাচ্ছে। এবার এই ভ্যাকসিন তৈরীর জন্য বিপুল পরিমান অর্থ দিতে চাইলেন মাইক্রোসফট কর্তা বিল গেটস। তিনি বলেছেন, বিশ্বের দরিদ্র ও অর্থনৈতিক…

Avatar

করোনা ভ্যাকসিন তৈরী করার জন্য সারা বিশ্বের গবেষকরা গবেষণা চালাচ্ছে। এবার এই ভ্যাকসিন তৈরীর জন্য বিপুল পরিমান অর্থ দিতে চাইলেন মাইক্রোসফট কর্তা বিল গেটস। তিনি বলেছেন, বিশ্বের দরিদ্র ও অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া দেশগুলিকে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন পৌঁছে দেবার দায়িত্ব নেবেন।আর এই সব ভ্যাকসিনের ডোজ তৈরি করার জন্য তিনি খরচ দিতেও রাজি হয়েছেন। এর আগেও তিনি করোনা গবেষণার জন্য বিপুল পরিমানে অর্থ দিয়ে সাহায্য করেছেন।

জানা গিয়েছে, এই করোনা ভ্যাকসিন তৈরী করার জন্য বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ইতিমধ্যেই সাহায্য করেছেন। এর পাশাপাশি পেনসালিভানিয়ার বায়োটেক ফার্ম ইনোভিও ফার্মাসিউটিক্যালসের ভ্যাকসিন গবেষণায় আর্থিক সাহায্য করেছেন তিনি। এছাড়া তিনি গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন-র সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্বের নানা দেশে ভ্যাকসিনের ডোজ পৌঁছে দেওয়ার জন্য আগাম পরিকল্পনাও করে রেখেছেন বলে জানা গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনিা বলেছেন যে , এশিয়া,ইউরোপ, আমেরিকার বিভিন্ন কোম্পানির সঙ্গে তার ফাউন্ডেশন যোগাযোগ করবে। যাতে বছরে ১০০ কোটি বা ২০০ কোটি ভ্যাকসিনের ডোজ তৈরী করা গেলে, তাহলে করোনা আক্রান্ত দেশগুলিতে খুব দ্রুত ডোজ পৌঁছে দেওয়া যাবে। তিনি এটাও বলেছেন, এক দেশে সংক্রমণ বন্ধ হলেই যে মহামারী আটকানো যাবে তা কিন্তু নয়। এই করোনা যুদ্ধে সব দেশকেই একত্রে কাজ করতে হবে। সব দেশকেই এগিয়ে এসে জোটবদ্ধ হয়ে কাজ করার বার্তা তিনি দিয়েছেন।

About Author