খেলা

Government Job: ‘মেডেল আনুন, সরকারি চাকরি করুন’; বড় ঘোষণা করল এই রাজ্যের সরকার

রাজ্য সরকার মনে করে যারা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে খেলা করেছেন এবং মেডেল এনেছেন তারা রাজ্যের গৌরব, দেশের গৌরব।

×
Advertisement

ভারতীয় অ্যাথলেটিকদের জন্য বড় সুখবর দিল ভারতের ছোট্ট একটি রাজ্য। সচরাচর দেখা গেছে, যারা খেলাধুলা করতে গিয়ে নিজের জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন তারা জীবনে খুবই সামান্য পরিমাণ অর্থ উপার্জন করে শেষ বয়সে অতি কষ্টে দিন যাপন করছেন। এমনকি অনেক ক্ষেত্রে খেলার জন্য সময় ব্যয় করতে গিয়ে নিজের জীবনের অনেক কিছু হারাতে হয়েছে ভারতীয় অ্যাথলেটিক্সদের। তবে এবার জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মেডেল আনতে পারলেই পরবর্তী জীবন সুখের করার প্রতিশ্রুতি নিয়েছে বিহার সরকার।

Advertisements
Advertisement

গত বৃহস্পতিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘোষণা করেন যে, এবার থেকে বিহারের যে ক্রিয়াবিদ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মেডেল অর্জন করবে তাদেরকে ‘বিহার প্রশাসনিক পরিষেবা’ এবং ‘বিহার পুলিশ পরিষেবাতে’ চাকরি দেওয়া হবে। শুধু তাই নয়, ইতিপূর্বে ক্রীড়াবিদদের ‘গ্রুপ-সি’ লেভেলের চাকরি দেওয়া হতো। এখন থেকে যোগ্যতা অনুযায়ী তাদের বিহার পুলিশে ‘গ্রেভ-১’ লেভেলের চাকরি দেওয়া হবে বলেও ঘোষণা করেন নীতিশ কুমার।

Advertisements

এদিন ক্রীড়াবিদদের উদ্দেশ্যে এমন ঘোষণা করার সময় নিতিশ কুমার বলেন, রাজ্য সরকার মনে করে যারা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে খেলা করেছেন এবং মেডেল এনেছেন তারা রাজ্যের গৌরব, দেশের গৌরব। তারা সরকারি চাকরি পাবেন। এই মুহূর্তে রাজ্য সরকার পদক বিজয়ীদের গ্রুপ-সি চাকরি দিচ্ছে। এখন আন্তর্জাতিক ও জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক এনে দেওয়া খেলোয়াড়দের বিহার প্রশাসনিক পরিষেবা এবং বিহার পুলিশ পরিষেবাতে “গ্রেড-১” চাকরি দেওয়া হবে।’ আপনাদের জানিয়ে রাখি, ক্রীড়াবিদদের জন্য ইতিমধ্যে এই কাজের জন্য ৭৪০ কোটি টাকার ‘রাজগীর’ প্রকল্পের সূচনা করেছেন নীতিশ কুমার।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button