দেশনিউজ

বিহারে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লক্ষের বেশি মানুষ, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি মোদীর

খনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিহারে ১০,৬১,১৫২ জন মানুষ বন্যা কবলিত।

Advertisement
Advertisement

ভয়াবহ বন্যা পরিস্থিতি বিহারে। গত কয়েকদিনের প্রবল বর্ষণে বিহারের বিভিন্ন এলাকায় আক্রান্ত ১০ লক্ষের বেশি মানুষ। এই অবস্থায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে বিহারের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর সকল প্রতিশ্রুতি দিলেন। আজকের অনুষ্ঠানে তিনি বলেন, “এই বর্ষাকালে বিহার, অসমের একটা বিরাট অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিহার এবং অসমের অনেক এলাকাতেই মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। আমাদের একদিকে করোনার সাথে লড়তে হচ্ছে অপরদিকে প্রাকৃতিক দুর্যোগের সাথে। সরকার সকল মানুষের পাশে আছে। এই অবস্থায় এনডিআরএফ টিম, রাজ্য সরকার, বিপর্যয় মোকাবিলা দপ্তর, কেন্দ্রীয় সরকার এই সকল দুর্গত মানুষের পাশে আছে।”

Advertisement
Advertisement

বিহারে অতিবৃষ্টিতে হওয়া বন্যার জন্য ক্ষতিগ্রস্ত ১০ লক্ষেরও বেশি মানুষ। ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে ১৫,০০০ মানুষকে সরিয়ে সুরক্ষিত আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছে। বাকি দুর্গতদের সুরক্ষিত জায়গায় সরানোর কাজও চলছে একইসাথে। বিহারের বিপর্যয় পরিচালনা বিভাগের তরফে জানানো হয়েছে, বন্যা কবলিত এলাকায় এনডিআরএফ এবং এসডিআরএফ এর মোট ২২ টি দল কাজ করছে এক সাথে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিহারে ১০,৬১,১৫২ জন মানুষ বন্যা কবলিত।

Advertisement

মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে করোনা সংক্রমণের দিকটা মাথায় রেখে কাজ করতে হবে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উদ্ধারকৃত মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং তাদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন সমস্ত কর্মকর্তাদের। এছাড়াও সমস্ত বন্যা দুর্গতদের ৬,০০০ টাকা করে অর্থ সাহায্যের কথাও ঘোষণা করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button