Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bigg Boss 15: ‘এটা আসল বর, না ভাড়া করেছ’, রাখির সাথে রীতেশকে দেখে কটাক্ষ সলমনের

বলিউডের ড্রামা ক্যুইন রাখি সাওয়ান্ত সত্যিই কি বিবাহিত? কয়েক বছর ধরে এই রহস্যের কোনো সমাধানই হচ্ছিলনা। তবে রাখি বারংবার প্রকাশ্যে বলেই যাচ্ছেন, রীতেশ নামের এক ব্যক্তির সঙ্গে তিন বিয়ের বাঁধনে…

Avatar

By

বলিউডের ড্রামা ক্যুইন রাখি সাওয়ান্ত সত্যিই কি বিবাহিত? কয়েক বছর ধরে এই রহস্যের কোনো সমাধানই হচ্ছিলনা। তবে রাখি বারংবার প্রকাশ্যে বলেই যাচ্ছেন, রীতেশ নামের এক ব্যক্তির সঙ্গে তিন বিয়ের বাঁধনে বাঁধা পড়েছেন। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বড় রহস‍্যের অবসান ঘটিয়েছেন রাখি সাওয়ান্ত । নিজের স্বামী রিতেশকে প্রকাশ‍্যে এনেছেন তিনি তাও আবার বিগ বস ১৫ র ঘরে ওয়াইল্ড কার্ড এনট্রি হিসাবে প্রবেশ করেছেন রাখি। এই প্রথম বার সর্বসমক্ষে এলেন রিতেশ।

কিছুদিন আগে নিজের স্বামীকে সবার সামনে নিয়ে আসার প্রতিশ্রুতিও দিয়েছিলেন রাখি। সেজে গুজে বিগবসের ঘরে আসলেন রিতেশ নামের এই ব্যক্তি। সবার সঙ্গে রাখি পরিচয় করিয়ে দিলেন তাঁর স্বামী রিতেশকে। এদিন লেহেঙ্গা চোলিতে সুন্দর করে সেজে ‘মেরে পিয়া ঘ‍র আয়া’ গানে নেচে স্বামীকে বরণ করে ঘরে ঢোকান রাখি। রিতেশ বিগ বসের ঘরে প্রবেশ করতেই স্বামীর পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। পালটা স্ত্রীকে জড়িয়ে ধরে তাঁর গালে আদরের চুম্বন এঁকে দেন রিতেশ। ‘জিজা জি’ কে প্রথম বার দেখে বাকি প্রতিযোগীরাও আনন্দে ফেটে পড়েন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপরেই উইকেন্ড ধামাকাতে রাখিকে উদ্দেশ‍্য করে শোয়ের সঞ্চালক সলমন প্রশ্ন করেন, আদৌ সত‍্যি কথা বলছেন তো তিনি? ইনিই কি তাঁর সত‍্যিকারের স্বামী রিতেশ তো? নাকি কাউকে ভাড়া করে এই শোতে নিয়ে এসেছেন রাখি? সলমনের কটাক্ষের রাখি কোনো জবাব না দিলেও রিতেশ বলে ওঠেন, তাঁর স্ত্রী কখনো মিথ‍্যে বলেন না। তিনি সর্বসমক্ষে রাখিকে গ্রহণ করতে পারেননি, এটা তাঁর দোষ ছিল। পেশাগত কিছু সমস‍্যার কারণেই এতদিন কারোর সামনে আসেননি বলে জানান রিতেশ।

বিগবসের অন্দরে ঢুকতেই সকল প্রতিযোগীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন রাখি সাওয়ান্তের স্বামী রিতেশ। রাখিকে সঙ্গে করে নানা পোজে ছবিও তুললেন। এমনকি করন কুন্দ্রা, উমর রিয়াজের মতো প্রতিযোগীরা এদিন রিতেশকে ঘিরে ধরেন তাঁদের প্রেম কাহিনি জানার জন‍্য। এনআরআই ব‍্যবসায়ী জানান, তাঁদের হোয়াটসঅ্যাপ চ্যাড়ে প্রথম সাক্ষাৎ হয়েছিল। রিতেশের একটি ইভেন্টের সময় তাঁর সহযোগী রাখির ফোন নম্বর দেন সে সময়ে নানান জীবনে টানাপোড়েনের মধ‍্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। কোনো অচেনা ব‍্যক্তির সঙ্গে কথা বলতে চাইছিলেন রিতেশ।

কিন্তু রাখিকে ‘হাই’ বলতেই তাঁকে ব্লক করে দেন তিন।। তবে কিছুদিন পর অন‍্য একটি নম্বর থেকে অভিনেত্রীকে মেসেজ করতেই উত্তর দেন তিনি। এরপরেই রাখি বলেন, “সেই সময়ে তিনি অবসাদে ভুগছিলাম। তাঁর প্রাক্তন প্রেমিক ডন ছিল। নিজের জীবনের ঝুঁকির জন‍্য চিন্তায় পড়েছিলেন তিনি। তাই ওর থেকে সাহায‍্য চেয়েছিলেন তিনি। বিয়ে করতে চেয়েছিলেন।” অন‍্য প্রতিযোগীরা এদিন রাখীকে পরামর্শ দেন, বিগ বসের ঘরেই দুজনে ফুলশয‍্যাটা সেরে ফেলুক।

About Author