Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সারা দেশ লকডাউন, বাড়ি বাড়ি জিনিস পৌঁছে দেবে ‘বিগ বাজার’

গতকাল ১২ টা থেকে সারা দেশজুড়ে লকডাউন জারি হয়েছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত জারি থাকবে এই লকডাউন। প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে লকডাউন জারি হলেও সমস্ত জরুরি পরিষেবা চালু থাকবে। তবুও…

Avatar

গতকাল ১২ টা থেকে সারা দেশজুড়ে লকডাউন জারি হয়েছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত জারি থাকবে এই লকডাউন। প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে লকডাউন জারি হলেও সমস্ত জরুরি পরিষেবা চালু থাকবে। তবুও মানুষের মনে উদ্বেগের শেষ নেই। তাদের প্রশ্ন তারা এতদিন খাবে কি? পশুদের খাবার পাওয়া যাবে কি? নিত্যপ্রয়োজনীয় জিনিস কি করে পাবে?

দোকান খোলা থাকলেও মিলছে না চাল, ডাল, আলু, ডিম্। কিছু মানুষ আতঙ্কের জেরে প্রয়োজনের থেকে বেশি জিনিস কিনে নিচ্ছে, যার ফলে অন্য মানুষরা পাচ্ছেন না। একসাথে বহু মানুষ দোকান, বাজার করছেন যার ফলে তৈরী হচ্ছে জমায়েত। যেটা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা আরও  বাড়িয়ে দিচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরকম অবস্থাতে নতুন উদ্যোগ নীল ‘বিগ বাজার।’ পুরো দেশের মধ্যে এই মার্কেট খুব জনপ্রিয়। দেশের প্রায় সব জায়গাতে এর শাখা রয়েছে। এবার এই বিগ বাজার ক্রেতাদের বাড়িতে জিনিস পৌঁছে দেবার ব্যবস্থা করেছে। বিগ বাজার তাদের ট্যুইটার হ্যান্ডেলে সমস্ত কাউন্টারগুলির ফোন নম্বর দিয়ে দিয়েছে। সেই ফোন নম্বরে জিনিসের অর্ডার দিলেই তা বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে সংস্থা জানিয়েছে। এছাড়া সংস্থার ওয়েবসাইটে গিয়েও অর্ডার দেওয়া যাবে।

কলকাতার কোন কোন এলাকাতে এই পরিষেবা পাওয়া যাবে, সেগুলির তালিকা নিচে দেওয়া হল-

সারা দেশ লকডাউন, বাড়ি বাড়ি জিনিস পৌঁছে দেবে 'বিগ বাজার'

About Author