গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে কে এল রাহুলের নেতৃত্বে বাজিমাত করেছে টিম ইন্ডিয়া। ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারতীয় দল। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, গতকাল সিরিজের প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক কে এল রাহুল। ম্যাচের শুরুতেই মোহাম্মদ সামির ধ্বংসাত্মক বোলিংয়ের সামনে দিশে হারিয়ে ফেলে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যানরা।
ইনিংসে একমাত্র ডেভিড ওয়ার্নারের (৫২) অর্ধশত রানের উপর ভিত্তি করে অস্ট্রেলিয়া সব কটি উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এদিকে ভারতের অন্যতম বিধ্বংস বোলার মোহাম্মদ সামি ১০ ওভার বোলিং করে মাত্র ৫১ রান খরচ করে মূল্যবান ৫ উইকেট দখল করেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয়ের লক্ষ্যে ২৭৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুভমান গিল এবং ঋতুরাজ গায়কোওয়াডের ১৫০ রানের জুটির উপর নির্ভর করে খুব সহজেই নিজেদের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত। মিডল অর্ডারে অধিনায়ক কে এল রাহুল এবং বিধ্বংসী ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের অর্ধশত রানের ইনিংসের উপর ভিত্তি করে ৪৮.৪ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জয়লাভ করলেও নিজেদের পারফরম্যান্স দিয়ে হতাশ করেছেন দুই বিধ্বংসী ক্রিকেটার। ব্যাট হাতে শ্রেয়াস আইয়ারের পাশাপাশি বল হাতে হতাশা জনক পারফরমেন্স করেছেন শার্দুল ঠাকুর। একদিকে, শ্রেয়াস আইয়ার ৮ বলে ৩ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। অন্যদিকে, দলের নির্ভরযোগ্য বোলার শার্দুল ঠাকুর ১০ ওভার বল করে বিনা উইকেটে ৭৮ রান খরচ করেন। ফলে স্বাভাবিকভাবেই জাতীয় দলে দুই ক্রিকেটের প্রয়োজনীয়তা লোপ পাচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।