খেলাক্রিকেট

গুরুতর চোট হার্দিক পান্ডিয়ার, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে বড় আপডেট দিল BCCI

বিসিসিআই-র তরফ থেকে এদিন জানানো হয়েছে, ডান পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন হার্দিক পান্ডিয়া।

Advertisement
Advertisement

আগামীকাল বিশ্বকাপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ইতিপূর্বে, নিজেদের প্রথম চারটি ম্যাচে জয় নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। বর্তমানে ৮ পয়েন্ট সহ পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত শর্মার দল। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় অর্জন করলেই ২০২৩ বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে ভারত। অন্যদিকে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড তাদের প্রথম চারটি ম্যাচে জয় নিশ্চিত করে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে। ফলে আগামীকালকের ম্যাচ রোমান্সে ভরপুর হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement

এমন পরিস্থিতিতে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে বড় আপডেট দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। উল্লেখ্য, পুনের গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন হার্দিক পান্ডিয়া। ব্যক্তিগত প্রথম ওভার বোলিং করতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন তিনি। যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় একাদশে তার উপস্থিতি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মাধ্যমে।

Advertisement

Advertisement
Advertisement

আগামীকালকের ম্যাচ নিয়ে বড় আপডেট দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই-র তরফ থেকে এদিন জানানো হয়েছে, ডান পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন হার্দিক পান্ডিয়া। ইতিমধ্যে তার পায়ের গোড়ালি স্ক্যান করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম তাকে কয়েক দিনের জন্য বিশ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছে। বর্তমানে হার্দিক পান্ডিয়া ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের অংশ না হয়ে বরং ২৯ অক্টোবর লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতীয় দলে যোগ দেবেন তিনি। অর্থাৎ পান্ডিয়া বিহীন ভারতীয় দল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ।

Advertisement

Related Articles

Back to top button