৯৬ টাকার প্রিপেড প্ল্যান ফিরিয়ে আনলো বিএসএনএল। জুলাই মাসে প্রথম ৯৬ টাকার প্ল্যানটি লঞ্চ করা হয়েছিল বিএসএনএলের তরফ থেকে। লঞ্চের সময় এই প্ল্যানে পাওয়া যেত ২১ দিন আনলিমিটেড কল আর প্রতিদিন ১০০ টি করে এসএমএস এর সুবিধা। সঙ্গে ১৮০ দিন ইনকামিং কলের সুবিধা।
১৫ অক্টোবরের আগে এই রিচার্জ করলে, তবেই এই অফারের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছিল বিএসএনএল। তবে সম্প্রতি কিছু পরিবর্তনের সঙ্গে এই অফার রিচার্জ করার সময়সীমা বাড়িয়েছে বিএসএনএল। এখন আরও ৯০ দিন চলবে এই অফার। এখন থেকে প্ল্যানটি রিচার্জ করলে ২১ দিন আনলিমিটেড কলের পরিবর্তে প্রতিদিন ২৫০ মিনিট কল করা যাবে। অফারটির বাকি সব সুবিধা অপরিবর্তিত থাকছে। ২১ দিনে বিনামূল্যে কল করার সুবিধাটি শেষ হওয়ার পর থেকে সাধারন কল রেটে টাকা কাটবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now৯৬ টাকা প্ল্যানে পরিবর্তন আনার পাশাপাশি ১১৮ টাকা আর ১৫৩ টাকার প্ল্যানেও পরিবর্তন এনেছে কোম্পানি। এখন থেকে ১১৮ টাকার প্ল্যানে প্রতিদিন ৫০০ এমবি ডেটা পাওয়া যাবে এবং ২৫০ মিনিট কল করার সুবিধা থাকবে। এই প্ল্যানের বৈধতা থাকছে ২৮ দিন। অপরদিকে ১৫৩ টাকার প্ল্যানে পাওয়া যাবে দিনে ১.৫ জিবি ডেটা ও ২৫০ মিনিট কলিং। এই প্ল্যানের বৈধতাও ২৮দিন। তবে এই প্ল্যান দুটিতেই থাকছে ১৮০ দিন ইনকামিং কলের সুবিধাও। এই দুই প্ল্যানের দৈনিক ডেটা ব্যবহারের সীমা অতিক্রম করলে ইন্টারনেট স্পিড কমে ৪০ কেবিপিএস হয়ে যাবে।