Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কর্মচারীদের জন্য বড় খবর, এই স্কিমের অধীনে সরকার প্রথম কিস্তি 10 কোটি টাকা ছাড়ল, এই লোকেরা সুবিধা পাবেন

লক্ষাধিক সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এবার সুখবর আনলো এক রাজ্যের সরকার। শীঘ্রই তারা তাদের কর্মচারীদের এক বড় উপহার দেবে। আজকের প্রতিবেদনে বিজেপিশাসিত উত্তরপ্রদেশের যোগী সরকারের কথা বলা হচ্ছে। জানা…

Avatar

লক্ষাধিক সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এবার সুখবর আনলো এক রাজ্যের সরকার। শীঘ্রই তারা তাদের কর্মচারীদের এক বড় উপহার দেবে। আজকের প্রতিবেদনে বিজেপিশাসিত উত্তরপ্রদেশের যোগী সরকারের কথা বলা হচ্ছে। জানা গিয়েছে, যোগী সরকার রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের এক বড় উপহার দিতে চলেছে। এবার থেকে তারা সকলেই যোগী সরকারের দৌলতে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবে।

বিশদে বলতে গেলে, যোগী সরকার রাজ্যে নগদ চিকিৎসা সুবিধা দিতে শুরু করেছে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই সরকার প্রথম পর্যায়ে ১০ কোটি টাকা দেবে বলে জানা গিয়েছে। এবার থেকে সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা সরকারি হাসপাতালে স্বাস্থ্যকার্ড দেখিয়ে বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন। আপাতত, যোগী রাজ্যের প্রায় ২২ লাখের বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এই সুবিধা পাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী লোকভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় রাজ্য কর্মচারী ক্যাশলেস মেডিকেল স্কিম চালু করেছে। এই স্কিমে প্রথমেই ২২ লাখের বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে। তবে এই প্রকল্পের দ্বারা ২২ লাখ তো নয়, তার চেয়ে অনেক বেশি মানুষ উপকৃত হবেন। আসলে কর্মচারীদের সাথে সাথে তাদের পরিবারের সদস্যরাও এই স্কিমে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন।

পন্ডিত দীনদয়াল উপাধ্যায় রাজ্য কর্মচারী ক্যাশলেস মেডিকেল স্কিম অনুযায়ী এই স্কিমের আওতায় কর্মচারীরা স্বাস্থ্যকার্ড দেখিয়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন। রাজ্য কর্মচারীরা এবং তাদের পরিবারের সদস্যরা বেসরকারি হাসপাতালে ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন। তবে সরকারি হাসপাতালে চিকিৎসার অংকের কোনো সীমা নেই। এছাড়াও আয়ুষ্মান প্রকল্পের অধীনে অনেক ব্যয়বহুল পরীক্ষা এবং রোগের চিকিৎসা করা হবে সকলকে সুবিধা দেবে। এই স্কিমের জন্য সরকারের কাছ থেকে ইতিমধ্যেই ১০০ কোটি টাকা তহবিল পেয়েছে স্বাস্থ্য দপ্তর।

About Author