Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মঙ্গুসের সাথে লড়াই করে ক্ষিপ্ত কিং কোবরা উঠে গেল এক বাচ্চার দোলনায়, তারপর যা হল দেখে হার্টবিট বেড়ে যাবে আপনার (Viral Video)

মঙ্গুস আর সাপের লড়াইয়ের গল্প-কাহিনি নিশ্চয়ই শুনেছেন? কিন্তু আজ আমরা আপনাকে তাদের মধ্যে বিপজ্জনক লড়াইয়ের একটি ভিডিও দেখাতে যাচ্ছি, যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। তবে ভিডিওতে পরবর্তীতে কিং কোবরা…

Avatar

মঙ্গুস আর সাপের লড়াইয়ের গল্প-কাহিনি নিশ্চয়ই শুনেছেন? কিন্তু আজ আমরা আপনাকে তাদের মধ্যে বিপজ্জনক লড়াইয়ের একটি ভিডিও দেখাতে যাচ্ছি, যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। তবে ভিডিওতে পরবর্তীতে কিং কোবরা কী করে তা দেখলে অবশ্যই আপনার হার্টবিটও বেড়ে যাবে। ভিডিওর শুরুতে একটি সাপকে একটি মঙ্গুশের সাথে লড়াই করতে দেখা যায়। কিন্তু পরের মুহুর্তে ওই কিং কোবরাকে এক শিশুর দোলনায় চড়তে দেখা যায়, যা দেখে মানুষের চক্ষু চড়কগাছ হয়েছে। ঠিক কি কি হয়েছে? জানতে এই প্রতিবেদনটি আপনাকে অবশ্যই সম্পূর্ণ পড়তে হবে।

ভাইরাল হওয়া ওই ভয়ংকর ভিডিওতে দেখা যায় কিভাবে প্রথম কোবরা সাপটি মাঠে মুঙ্গুশের সাথে লড়াই করে এবং পরের মুহুর্তে মুঙ্গুসটি পালিয়ে যায়। এতে রাগে ক্ষিপ্ত হয়ে কিং কোবরা সাপটি বাড়ির বাইরের বারান্দায় ঝুলে থাকা এক শিশুর দোলনায় উঠে পড়ে। ভিডিওটি এই অবস্থায় দেখে হাড়হিম হয়ে যায় নেট নাগরিকদের। কোবরা সাপটি ধীরে ধীরে দোলনার উপরে উঠে এবং তার ফণা ছড়িয়ে দড়ির মধ্যে জড়িয়ে দাঁড়ায়। এ সময় একজনকে লাঠি হাতে সেখানে পৌঁছাতে দেখা যায়। এরপর কি হল, তা অবশ্য ভিডিও থেকে জানা যায়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ভিডিওটি ১৭ জুন ডক্টর প্রশান্ত নামে একটি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছিল, যা এখন পর্যন্ত ২২ হাজারেরও বেশি মানুষ দেখেছেন। যাঁরা ভিডিওটি দেখেছেন তা নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। ১ মিনিট ৩৩ সেকেন্ডের এই ভিডিওটি শেয়ার হয়েছে বহুবার। এককথায় ইন্টারনেট দুনিয়াতে ছড়িয়ে গিয়েছে এই রোমহর্ষক ভিডিও।

About Author