ভারতীয় বোর্ড সভাপতি নির্বাচিত হয়ে প্রথম সাংবাদিক সম্মেলনেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তার প্রথম কিছু গুরুত্বপূর্ণ কাজ গুলোর মধ্যে অন্যতম একটি হলো ঘরোয়া ক্রিকেটের জন্য কিছু করা। এই একই কথা তিনি তাঁর একটি জনপ্রিয় রিয়েলিটি শো “দাদাগিরি” র স্পেশাল এপিসোড এ খেলতে আসা অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রশ্নের উত্তরেও বলেন।
বিসিসিআই জাতীয় দলে খেলা ক্রিকেটারদের তিনটি বিভাগে বিভক্ত করে বাৎসরিক ভাতা প্রদান করে থাকে। জানা যাচ্ছে সেইরকম ভাবেই ১০০০ জন প্রথম শ্রেণীর ক্রিকেটারদের নিয়ে বোর্ড একটি প্যানেল তৈরি করতে চলেছে যাদের বাৎসরিক ভাতা প্রদান করা হবে। গাঙ্গুলী বলেন “প্রথম শ্রেণীর ক্রিকেটারদের জন্য আমরা একটি সিস্টেম আনতে চলেছি। বিসিসিআই এর নবনির্বাচিত অর্থ মন্ত্রককে এ বিষয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি করতে বলেছি। আশা করি আগামী দু-সপ্তাহের মধ্যে তা সম্পন্ন হবে”।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবর্তমানে ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটাররা তাদের ম্যাচ খেলার উপর নির্ভর করে বাৎসরিক প্রায় ২৫-৩০ লক্ষ টাকা পায়। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন ম্যাচ-ফি হিসেবে দৈনিক ভাতা বাদে ৩৫০০০ টাকা প্রতিদিন দেওয়া হয়। এছাড়াও বিসিসিআই এর সম্প্রচার স্বত্ত্ব থেকে অর্জিত রাজস্বের ১৩ শতাংশ ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে।