Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ration: বড় সুবিধা পেতে চলেছেন রেশন কার্ড গ্রাহকরা, নতুন যোজনা শুরু করছে সরকার

গোটা দেশের প্রতিটি ঘরে ঘরে যাতে খাদ্যসামগ্রী পৌঁছায় তার জন্য চালু রয়েছে রেশন ব্যবস্থা (Ration)। ভারতের মতো উন্নয়নশীল দেশে এখনো বহু মানুষই রয়েছেন দারিদ্র সীমার নীচে। সেই সব মানুষরা কেউ…

Avatar

By

গোটা দেশের প্রতিটি ঘরে ঘরে যাতে খাদ্যসামগ্রী পৌঁছায় তার জন্য চালু রয়েছে রেশন ব্যবস্থা (Ration)। ভারতের মতো উন্নয়নশীল দেশে এখনো বহু মানুষই রয়েছেন দারিদ্র সীমার নীচে। সেই সব মানুষরা কেউ যাতে অভুক্ত না থাকে তার জন্য এই রেশন ব্যবস্থা বড় ভূমিকা পালন করে। বিশেষ করে করোনা কালের সময় থেকেই বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা চলে আসছে এখনো। বিপিএল রেশন কার্ডের গ্রাহকরা পেয়ে থাকেন বিনামূল্যে রেশন সামগ্রী। এবার বিনামূল্যে রেশন উপভোক্তাদের জন্য এল বড় সুখবর।

এবার থেকে রেশন দোকানে শুধু চার, ডাল, আটাই পাওয়া যাবে না। সেই সঙ্গে জরুরি নথিপত্রও তৈরি করা যাবে এখানে। রাজ্য জুড়ে সমস্ত রেশন দোকান গুলিকে সিএসসি বা কমন সার্ভিস সেন্টারে রূপান্তরিত করা হচ্ছে। এমনই কর্মকাণ্ড শুরু হতে চলেছে উত্তরপ্রদেশে। এতে কী সুবিধা হবে মানুষের? জানা যাচ্ছে, কমন সার্ভিস সেন্টার তৈরি হওয়ার পর কোনো গ্রামবাসীকেই আধার কার্ড, প্যান কার্ড, জাত প্রমাণপত্রের মতো গুরুত্বপূর্ণ নথিপত্র বানানোর জন্য আর শহরে যাওয়ার প্রয়োজন পড়বে না। নিজের বাড়ির কাছেই এই সমস্ত সুবিধা উপলব্ধ হয়ে যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, এই যোজনায় গত বছর থেকেই কাজ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এখনো সর্বসাধারণের জন্য এই প্রকল্প এখনো চালু করা যায়নি। তবে এবার দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা চলছে। জানা যাচ্ছে, রেশন দোকান গুলিকে কমন সার্ভিস সেন্টারে রূপান্তরিত করার পর এই কেন্দ্রগুলিতে পিএম উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন পেনশন যোজনা, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মতো প্রকল্প গুলির বিষয়ে তথ্যের পাশাপাশি পাওয়া যাবে সুবিধাও। নথিপত্রও তৈরি করা যাবে এই কেন্দ্র গুলিতে। এতে শহরে যাওয়ার আর দরকারই পড়বে না কারোর।

এতে শুধুমাত্র সাধারণ মানুষরাই নয়, উপকৃত হবেন রেশন ডিলাররাও। সরকারের তরফে রেশন ডিলারদের কমিশন কুইন্টাল প্রতি ২০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই কেন্দ্রগুলিতে সরকারি কর্মচারীও নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।

About Author