Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সড়কপথে বড় ঘোষণা, রেলের ক্ষেত্রে নেই বিশেষ চমক

চলতি বছরে বাজেট পেশে তেমন কোনো বাড়তি গুরুত্ব পেল না রেল। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ তার দ্বিতীয়বার বাজেট পেশে রেলের উপর কোনো নতুন ঘোষণা করেননি। তবে তিনি সড়কপথে বড়ো…

Avatar

চলতি বছরে বাজেট পেশে তেমন কোনো বাড়তি গুরুত্ব পেল না রেল। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ তার দ্বিতীয়বার বাজেট পেশে রেলের উপর কোনো নতুন ঘোষণা করেননি।

তবে তিনি সড়কপথে বড়ো ঘোষণা এনেছেন। এদিন তিনি সংসদে বাজেট পেশের সময় বলেন ২০২৪ সালের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় আরও ১০০ টি বিমানবন্দর তৈরি করা হবে। স্থলপথে পরিবহনে আরও ১.৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হবে। ২৫ হাজার কিলোমিটার নতুন সড়কপথ তৈরি হবে। দিল্লি, মুম্বাই হাইওয়ের মতো চারটি মেগা বাজেট প্রকল্প শেষ হবে আগামী ২০২৩ সালে। বন্দরগুলিকে বেসরকারিকরণের উদ্যোগ দেওয়া হবে বিনিয়োগ বৃদ্ধির জন্য। স্থলপথের থেকে জলপথের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রেলের উপর বিশেষ কোনো আলোকপাত না কীলেও এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, রেলের জমির লাইনের পাশ বরাবর বসানো হবে সৌরবিদ্যুত, যারফলে,জ্বালানী বাঁচবে। এই প্রক্রিয়া কার্যকর করার কারন হল জ্বালানির খরচ কমানো এবং নবীকরণযোগ্য সৌরশক্তিকে কাজে লাগানোই মূল মন্ত্র।

আরও পড়ুন : করদাতাদের জন্য খুশির খবর, আয়কর কমলো বাজেটে, দেখে নিন কত হল নতুন কর

পিপিপি মডেলে আরও ১৫০ টি নতুন ট্রেন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ২৭ হাজার কিলোমিটার রেলপথগুলিকে নতুন করে বৈদ্যুতিকরণের উপর জোর দেওয়া কথা ঘোষণা করেন তিনি। ১৫০টি রেলের খরচ কেন্দ্র, রাজ্য এবং অন্য কোনো তৃতীয় সংস্থার মাধ্যমে বহন করা হবে।যার ফলে রেলে বেসরকারি বিনিয়োগের রাস্তা খুলে দিল। রেলের ইতিহাসে এই ঘটনা প্রথমবার। এদিন রেলের ঘোষণাগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হলো কিষান রেল। যা শুধুমাত্র কৃষকদের পচনশীল পণ্য পরিবহণ করবে।

About Author