অন্ধকারে কয়েক লক্ষ প্যান কার্ডের ভবিষ্যৎ। আগামী ৩০শে জুনের মধ্যে যদি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক না করা হয়, তাহলে অকেজো হয়ে যাবে প্যান কার্ড। প্রাথমিকভাবে গত ৩১শে মার্চ পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করার শেষ তারিখ ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে তা বাড়িয়ে ৩০শে জুন করা হয়েছে। লকডাউনে সাধারণ মানুষের কথা মাথায় রেখে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩০শে জুনের মধ্যে প্যান কার্ডের সাথে আধার কার্ড না লিংক করলে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে।
আপনি সহজেই বাড়িতে বসে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে www.incometaxindiaefiling.gov.in সাইটে লগ ইন করতে হবে। সেখানে গিয়ে ‘ ‘লিংক আধার’ সেকশনে ক্লিক করে PAN এবং আধার নম্বর দিয়ে সাবমিট করে দিন। ভেরিফিকেশনের পর আপনাকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া এসএমএসের মাধ্যমেও লিংক করতে পারবেন। UIDPAN12digit Aadhaar> 10digitPAN> লিখে ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১ নম্বরে পাঠিয়ে দিন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশুধুমাত্র প্যান কার্ডই নয়, ৩০শে জুনের মধ্যে আরও কয়েকটি আর্থিক কাজ সেরে ফেলতে হবে। ৩০শে জুনের মধ্যে এই কাজ গুলি না করলে আপনাকে জরিমানা দিতে হতে পারে। দেখে নিন কোন কোন আর্থিক কাজ ৩০শে জুনের মধ্যে করতেই হবে।
১. ২০১৯-২০ আর্থিক বছরের ট্যাক্স বাঁচানোর যোজনায় টাকা জমা দেওয়ার শেষ তারিখ ৩০শে জুন।
২. ২০১৮-১৯ আর্থিক বছরের জন্য আইটিআর জমা দিতে হলে ৩০শে জুনের মধ্যে তা দিতে হবে। ফর্ম ১৬ জমা দেওয়ার শেষ তারিখও ৩০শে জুনই রাখা হয়েছে।