পূজোর আগে আবারও সুখবর সরকারি কর্মচারীদের জন্য। নির্দিষ্ট সময়ের ৫ দিন আগেই মিলছে বেতন। কেন্দ্র সরকারের তরফে এক নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে অর্থ মন্ত্রক। কেন্দ্র সরকারের কর্মীদের বেতন মাসের শেষ দিন অ্যাকাউন্টে চলে আসে। কিন্তু সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ চলতি অর্থবর্ষের ষান্মাষিক হিসেব নিকেশের শেষ দিন হওয়ায় সেদিন ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে।
এই অবস্থায় খুব চিন্তায় ছিলেন সরকারি কর্মচারীরা। ঠিক কবে মিলতে পারে বেতন, এই নিয়ে গুঞ্জন বাড়তে থাকে দপ্তরগুলোতে। কারন, ৩০ তারিখ বেতন নাহলে তার আগের দু’দিন অর্থাৎ ২৮ ও ২৯ সেপ্টেম্বর শনি ও রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। আবার ২৬ ও ২৭ সেপ্টেম্বর ব্যাঙ্ক কর্মচারীদের ধর্মঘট থাকায় ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএমতাবস্থায় পুজোর আগে বেতন নিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের, এই আশঙ্কা বাসা বাঁধতে শুরু করে চাকুরীজীবি মহলে। তবে সমস্ত আশঙ্কার অবসান ঘটে কেন্দ্র সরকারের তরফে জারি করা এই নির্দেশিকায়। কেন্দ্র সরকারের এই নির্দেশিকায় জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের ৫ দিন আগেই বেতন মিলবে কেন্দ্র সরকারি কর্মচারীদের।