Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৩২-এ সমাপ্তি ভারতীয় এই ক্রিকেটারের ক্যারিয়ার, আর সুযোগ দিতে নারাজ দল নির্বাচকরা

টিম ইন্ডিয়ার তারকা অধিনায়ক রোহিত শর্মা সবসময়ই খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য পরিচিত। তার নেতৃত্বে একাধিক তরুণ ক্রিকেটারের অভিষেক ঘটেছে আন্তর্জাতিক ক্রিকেটে। এমনকি বর্তমানে তার অধিনায়কত্বে দল দুর্দান্ত ফর্মে চলছে। তবে…

Avatar

টিম ইন্ডিয়ার তারকা অধিনায়ক রোহিত শর্মা সবসময়ই খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য পরিচিত। তার নেতৃত্বে একাধিক তরুণ ক্রিকেটারের অভিষেক ঘটেছে আন্তর্জাতিক ক্রিকেটে। এমনকি বর্তমানে তার অধিনায়কত্বে দল দুর্দান্ত ফর্মে চলছে। তবে এতকিছুর মধ্যেও ৩২ বছর বয়সী ভুবনেশ্বর কুমারের আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে দাড়িয়েছে। বলতে গেলে ক্রিকেটের তিন ফরমেটেই নিজের জায়গা হারিয়েছেন ভুবনেশ্বর কুমার। আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রত্যাবর্তন রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, রোহিত শর্মার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে তাকে বসানো হয়েছিল ভারতীয় দল থেকে। বলতে গেলে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় বোঝা হয়ে উঠেছিলেন তিনি। তার বলে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা মারমুখী রান তুলছে। তার ধারাবাহিকতা কমে এসে ইকোনমি রেট অনেকটাই বেড়ে গেছে। যেটি টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন। বল হাতে এখন বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ ব্যয়বহুল বোলারের তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন ভুবনেশ্বর কুমার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনাদের জানিয়ে রাখি, ভুবনেশ্বর কুমার কে আর একটিও সুযোগ দিতে নারাজ ভারতীয় দল নির্বাচকরা। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে ভুবনেশ্বর কুমার এর জুড়ি মেলা ভার। তার ইনসুয়িং বল খেলা কারো পক্ষে সহজ নয়। ভুবনেশ্বর কুমার দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়ার টেস্ট দলের বাইরে রয়েছেন। তার স্থানে ভারতের পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের দিকে সুদৃষ্টি পড়েছে এখন দল নির্বাচকদের। আর কেনই বা করবে না? একের পর এক সিরিজে বিধ্বংসী পারফরম্যান্স করে চলেছেন ভারতের এই অলরাউন্ডার। বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও রীতিমত ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন শার্দুল। যেখানে ব্যাট হাতে ভুবনেশ্বর কুমার পুরোপুরি ব্যর্থ।

About Author