Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাদামবাবুর কান্ড দেখে অবাক নেটনাগরিকের একাংশ, ‘সিলভার প্লে বাটান’ হাতে নিয়েই গাইলেন ‘কাঁচা বাদাম’ গান

ভুবন বাদ্যকর বীরভূমের বাসিন্দা। কাঁচা বাদাম বিক্রি করেই সংসার চালাতেন তিনি। একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিয়েই এ গ্রাম থেকে ও গ্রাম ঘুরে বেড়াতেন তিনি। তার গান গেয়ে বাদাম বিক্রি করা…

Avatar

ভুবন বাদ্যকর বীরভূমের বাসিন্দা। কাঁচা বাদাম বিক্রি করেই সংসার চালাতেন তিনি। একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিয়েই এ গ্রাম থেকে ও গ্রাম ঘুরে বেড়াতেন তিনি। তার গান গেয়ে বাদাম বিক্রি করা শুরু থেকেই নজর টানতো সকলের। পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুবন জোড়া নাম হয় তার। সাধারণ মানুষের মাঝে ধীরে ধীরে পরিচিতি পেতে শুরু করেন তিনি। এই মুহূর্তে তাকে চেনেন না এমন মানুষ খুব কমই রয়েছেন। বাদামবাবুর জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিদেশেও। তবে সম্প্রতি তিনি যা কাণ্ড ঘটিয়েছেন! তা দেখে অবাক নেটজনতার অধিকাংশ মানুষ।

এখন সোশ্যাল মিডিয়ার পাতায় প্রায়ই সক্রিয় থাকতে দেখা যায় ভুবন বাদ্যকরকে। পাশাপাশি গানের রেকর্ডিং থেকে শুরু করে স্টেজ পারফর্ম্যান্স সবই একসাথে চালিয়ে যাচ্ছেন তিনি। এমনকি নিজের স্ত্রীকে নিয়ে সুপারস্টার জিৎ সঞ্চালিত স্টার জলসার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোরি’র মঞ্চেও উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে অংশগ্রহণ করে বেশ কয়েকদিন প্রতিযোগী হিসেবে খেলেওছেন তিনি। এমনকি এই শোয়ের দৌলাতে নিজের স্ত্রী ও ছোট নাতনিকে নিয়ে গোটা কলকাতার শহর ঘুরে দেখেছেন ভুবনবাবু।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, সকলের প্রিয় বাদামকাকুকে প্রায়ই নানা কারণে চর্চায় থাকতে দেখা যায় মিডিয়াতে। তবে সম্প্রতি যে কারণে তিনি চর্চায় রয়েছেন, তা জানার পর থেকেই অবাক হয়েছেন অনেকেই। জানা গিয়েছে ভুবনবাবু নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ভুবন বাদ্যকর অফিসিয়াল’এ ১ লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করেছেন। আর সেই কারণেই তিনি ইউটিউবের তরফ থেকে ‘সিলভার প্লে বাটান’ অর্জন করেছেন।

‘সিলভার প্লে বাটান’ পাওয়ার খুশিতেই পরিবারের সদস্য ও অন্যান্য আরো কয়েকজনকে নিয়ে এই আনন্দ উদযাপন করেছেন কেক কেটে। চারিদিক সাজানো ছিল বেলুন দিয়ে, ভিডিওটি দেখলেই সেই দৃশ্য চোখে পড়বে। ‘সিলভার প্লে বাটান’ পাওয়ার খুশিতে এটি হাতে নিয়েই আবারো নিজের সেই পুরনো বিখ্যাত ‘কাঁচা বাদাম’ গানটি গেয়েছেন তিনি। অনেকদিন পর তার গলায় এই গান শুনে খুশি তার অনুরাগীরাও। এমনকি সেই উদযাপনের মুহূর্তগুলি নিজের চ্যানেলের মাধ্যমে নেটিজেনদের সাথে ভাগ করে নিয়েছেন। তার অনুরাগীরাও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাকে, কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্য চোখে পড়বে।

About Author