Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhumi Pednekar: উরফি জাভেদকেও ছাড়িয়ে গেলেন বলিউডের এই অভিনেত্রী, ‘সাহসী’ শাড়ি দেখে সকলে হাঁ

বলিউডের তারকাদের যেন দিওয়ালির অনুষ্ঠান শেষই হতে চাইছে না। প্রতিদিন কারোর না কারোর বাড়িতে দেখা মিলছে গোটা ইন্ডাস্ট্রির একাধিক নামিদামি তারকাদের। সম্প্রতি তেমনি একটি দিওয়ালি পার্টিতে উপস্থিত হয়ে গোটা নেটদুনিয়ায়…

Avatar

বলিউডের তারকাদের যেন দিওয়ালির অনুষ্ঠান শেষই হতে চাইছে না। প্রতিদিন কারোর না কারোর বাড়িতে দেখা মিলছে গোটা ইন্ডাস্ট্রির একাধিক নামিদামি তারকাদের। সম্প্রতি তেমনি একটি দিওয়ালি পার্টিতে উপস্থিত হয়ে গোটা নেটদুনিয়ায় চর্চিত ‘বাধাই দো’র অভিনেত্রী। রীতিমতো সাহসী পোশাকেই এদিন দেখা গিয়েছে তাকে, যা দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ার অন্যতম চর্চিত কুইন উরফি জাভেদের সাথে তার তুলনা করেছেন অনেকেই।

সম্প্রতি কোন এক তারকার আয়োজিত দিওয়ালির পার্টিতে এথনিক সাজে উপস্থিত হয়েছিলেন ভূমি পেডনেকর। সেদিন সেই পার্টির ড্রেস কোড ছিল এথনিক সাজ। তবে এদিন অভিনেত্রী ডিজাইনার এথনিক পোশাকে হাজির হলেও, তা যে যথেষ্ট সাহসী ছিল সেকথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। সম্প্রতি পাপারাজিৎদের সূত্র ধরে ভাইরাল হওয়া ভিডিওতেই তার ঝলক মিলেছে স্পষ্ট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানী’র অফিশিয়াল পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে গোটা নেটমহলে। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নিয়ে চর্চা তুঙ্গে। ভিডিওতে অভিনেত্রী কে দুধ সাদা এথনিক পোশাকে দেখা গিয়েছে। সিলভার রঙের ঝকমকে ব্রা-লেটের সাথে সাদা শাড়ি পরতে দেখা গিয়েছিল তাকে। আর অভিনেত্রীর এই সাম্প্রতিক লুক যে রীতিমত উষ্ণতা ছড়িয়েছে নেটদুনিয়ায়, তা নিঃসন্দেহে বলা চলে।

উল্লেখ্য, অভিনেত্রীর এই লুক দেখার পর থেকেই তার সাথে অনেকেই তুলনা টেনেছেন সোশ্যাল মিডিয়ার অন্যতম বিতর্কিত কুইন উরফি জাভেদের। অনেকের মতে, সাহসী পোশাকের দিক থেকে এবার উরফিকে টেক্কা দিতে হাজির ভূমিও। আবার অনেকের মতে, শুরুর সময় থেকে এখনো পর্যন্ত ভূমি নিজেকে অনেকটাই পাল্টে ফেলেছেন। হয়ে উঠেছেন বলিউডের অন্যতম স্টাইল আইকন। আর সেটা যে কম প্রশংসনীয় নয়, সেকথা মানে না সকলেই। বলাই বাহুল্য, অভিনেত্রীর সাম্প্রতিক এথনিক বোল্ড লুক সকলকে মুগ্ধ করেছে। পাশাপাশি কুড়িয়েছে অনেক প্রশংসাও। এই মুহূর্তে নিজের সেই সাজের সূত্র ধরেই নেটমহলে তুমুল চর্চিত তিনি।

About Author