Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Badam Babu: বাদাম ছেড়ে ভুবনবাবু হাতে তুলে নিলেন একতারা! রইলো ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া জুড়ে চলতি বছরের নভেম্বর মাসে বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর নিজের অভিনব পদ্ধতিতে বাদাম বিক্রয়ের জন্য ভাইরাল হয়েছেন। তিনি গান গেয়ে কাঁচা বাদাম বিক্রি করেন, আর এই দৃশ্যই…

Avatar

By

সোশ্যাল মিডিয়া জুড়ে চলতি বছরের নভেম্বর মাসে বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর নিজের অভিনব পদ্ধতিতে বাদাম বিক্রয়ের জন্য ভাইরাল হয়েছেন। তিনি গান গেয়ে কাঁচা বাদাম বিক্রি করেন, আর এই দৃশ্যই কোন একজন রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছিলেন। তারপর থেকেই এই বাদামবাবু রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছেন নেটনাগরিকদের মধ্যে। তবে সম্প্রতি তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগ জানাতে যাতে তার গানের কপিরাইট তারই থাকে। গানটা তার হলেও শেষপর্যন্ত তিনি কিছুই পাচ্ছেন না বরং বিপুল ক্ষতি হয়েছে তার ব্যবসার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইদানিং বহু ইউটিউবার তাকে নিয়ে ভিডিও বানিয়েছেন। সম্প্রতি তেমনই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়। তবে সম্প্রতি বাদামবাবু বাদাম ছেড়ে হাতে একতারা তুলে নিয়েছেন। এমনকি একতারা বাজিয়ে গাইলেন বাউল গানও। সম্প্রতি এক ইউটিউবারের মাধ্যমে এমন দৃশ্যের সাক্ষী হয়েছে গোটা নেটদুনিয়া। ভিডিওতে যে ইউটিউবারের দেখা মিলছে তার অনুরোধেই তিনি ‘ট্যাংরা তবু কাটন যায়’ গানটি গেয়েছেন। গানটি গাওয়ার আগে তিনি বলেন তিনি বহুদিন গানের অভ্যাস করেননি, তাই ভুল ভ্রান্তি হতে পারে। এরপর তিনি বলেন, তিনি নিজের মতো করে চেষ্টা করবেন গানটি গাওয়ার। একতারা নিয়ে এই বাউল গানটি সুন্দরভাবে গেয়েছেন এই বাদাম বিক্রেতা। নেটমাধ্যমে তার গাওয়া এই গান ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটনাগরিকদের মধ্যে, যা রীতিমতো ভাইরাল।

এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশ তাকে প্রশংসায় ভরিয়েছেন, এর মাঝেও ট্রোল করেছেন অনেকেই। অনেকে মনে করেন যদি সময়মতো তিনি সঠিক প্রশিক্ষণ পেতেন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তার এই আর্থিক দুর্দশা থাকত না। তিনি নেটমাধ্যমে জনপ্রিয় হওয়ার পর থেকেই একাধিক ইউটিউবাররা তার সাথে যোগাযোগ করেছেন এবং এসে তার সাথে কথা বলে তাকে নিয়ে ভিডিও বানিয়েছেন। তবে কেউ সত্যি সত্যি তার কথা মানুষকে জানানোর জন্য ভিডিও বানিয়েছেন আবার কেউ শুধুমাত্র মজা করার জন্য বানিয়েছেন ভিডিও। এখন বেশিরভাগ মানুষই তার কাছে এসে বাদাম না কিনে শুধুমাত্র গান শুনে চলে যান, একথা তিনি নিজেই জানিয়েছেন। এমন হওয়ার ফলে তার ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছে। তবে তার গলায় বাউল গান শুনে একাধিক নেটনাগরিকরা বেশ পছন্দ করেছেন।

About Author