প্রোমোতে দেখা গিয়েছে, ভুবনবাবু নিজের স্ত্রীর গালে সকলের সামনে চুমু খেয়ে দেবকে সেই একই কাজ করার জন্য চ্যালেঞ্জ জানান। এই কথা শুনে রীতিমত অবাক হয়ে যান অভিনেতা নিজেও। ভুবনবাবু আসলে আকারে-ইঙ্গিতে বোঝাতে চেয়েছিলেন, তিনি যেন সকলের সামনে ঐ মঞ্চে দাঁড়িয়েই রুক্মিণী মৈত্রকে চুমু খান। তবে শেষপর্যন্ত এই ঘটনা এই মঞ্চে ঘটবে কিনা! তা দেখার অপেক্ষায় রয়েছেন এই তারকা জুটির অগণিত ভক্তরা। উল্লেখ্য, আগামী ২৯’শে এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’। আরো একবার বড়পর্দায় দেব ও রুক্মিণী মৈত্রকে একসাথে জুটি হিসেবে দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।
Dev-Rukmini: ইস্মাট জোরির মঞ্চেই দেবকে চ্যালেঞ্জ ভুবনবাবুর, অবাক অভিনেতা নিজেও
মার্চ মাসের শেষের দিক থেকেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে টলিউডের সুপারস্টার জিৎ'এর সঞ্চালিত রোমান্টিক রিয়্যালিটি শো 'ইস্মার্ট জোরি'। ইতিমধ্যেই এই শো দর্শকদের মনে ধরেছে। এই মঞ্চ বীরভূমের ভুবন বাদ্যকর…

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?