Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Video: হলুদ শাড়ি থেকে ফেঁটে বেরোচ্ছে যৌবন, মণিকে দেখে খাটে বেসামাল পবন, দেখুন রোম্যান্টিক ভিডিও

বোল্ড কন্টেন্ট দেখতে আজকাল বহু মানুষ ভিড় করছেন সোশ্যাল মিডিয়ার মতন ওপেন প্ল্যাটফর্মে। যাদের হাতে স্মার্ট ফোন ও ইন্টারনেট রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ভিজিট করছেন অ্যাডাল্ট সিরিজ, ছবি ও…

Avatar

বোল্ড কন্টেন্ট দেখতে আজকাল বহু মানুষ ভিড় করছেন সোশ্যাল মিডিয়ার মতন ওপেন প্ল্যাটফর্মে। যাদের হাতে স্মার্ট ফোন ও ইন্টারনেট রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ভিজিট করছেন অ্যাডাল্ট সিরিজ, ছবি ও মিউজিক ভিডিওর পেজে। বিশেষত যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়মিত দর্শক তাদের কাছে বোল্ড মিউজিক ভিডিও জলভাত। সম্প্রতি, ভোজপুরি ইন্ডাস্ট্রির সুপরিচিত অভিনেতা পবন সিং (Pawan Singh) এবং মণি ভট্টাচার্যের (Mani Bhattacharya) একটি গান আজকাল সোশ্যাল মিডিয়ায় ফের শোরগোল শুরু করে দিয়েছে।

ভোজপুরি এক্সপ্রেস (Bhojpuri Express) নামের একটি চ্যানেলে আপলোড করা হয় ‘পালঙ্গিয়া সোনা না দিয়া'(Palangiya Sone Na Diya) গানটি। আপলোড হওয়ার কিছুক্ষনের মধ্যেই বহু দর্শক ভিড় জমান। গানটি এক নিমিষে ভাইরাল হয়ে যায়। মনে হতেই পারে কি আছে মিউজিক ভিডিওতে? ‘পালঙ্গিয়া সোনা না দিয়া'(Palangiya Sone Na Diya) গানটি যেমন হিট তেমনই গানের দৃশ্য এতটাই উত্তেজনায় ভরপুর যে আপনার রাতের ঘুম উড়তে বাধ্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী মণির পরনে রয়েছে হলুদ ফিনফিনে শাড়ি ও হলুদ ব্লাউজ। হিরো পবনের পরনেও হলুদ শার্ট। অভিনেত্রীর সরু কোমড় ও হট ফিগার দেখে পবন তার কন্ট্রোল হারায়। মণির শাড়ির আঁচল সরিয়ে মণিকে উত্তেজিত করার চেষ্টা করে। এই গানের নাচের স্টেপগুলো এতটাই উত্তেজক, যেকোনো পুরুষ তার কন্ট্রোল হারাবে। কামুক দৃশ্যে ভরপুর ‘পালঙ্গিয়া সোনা না দিয়া'(Palangiya Sone Na Diya) এখন সুপার হিট। চাইলে আপনিও চেখে দেখতে পারেন এর এসেন্স।

About Author