Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Video: রান্নাঘরে বেসামাল কাজল, মশলাদার ভিডিও দেখলে উত্তেজনা ধরে রাখতে পারবেন না

ইউটিউব শর্টস পেজে ভোজপুরি আইটেম সং এর বাজার দুর্দান্ত। যারাই ভোজপুরি মিউজিকের উপর রিলস বানাচ্ছেন তারাই লাখ লাখ দর্শক পাচ্ছেন, এককথায় ভিউয়ার্স বাড়ছে, ফলে ভোজপুরি সিনেমার অরিজিন্যাল গানগুলোর জনপ্রিয়তাও বাড়ছে।…

Avatar

ইউটিউব শর্টস পেজে ভোজপুরি আইটেম সং এর বাজার দুর্দান্ত। যারাই ভোজপুরি মিউজিকের উপর রিলস বানাচ্ছেন তারাই লাখ লাখ দর্শক পাচ্ছেন, এককথায় ভিউয়ার্স বাড়ছে, ফলে ভোজপুরি সিনেমার অরিজিন্যাল গানগুলোর জনপ্রিয়তাও বাড়ছে। এই যেমন Enterr10 Rangeela নামের একটি চ্যানেল রিলিজ করেছে ‘কামরিয়া সে সাদিয়া ছোটাল’ (Kamariya Se Sadiya Chhootal) গানটি। মিউজিক ভিডিওটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল।

খেসারি লাল এবং কাজল রাঘওয়ানি রয়েছেন ‘কামরিয়া সে সাদিয়া ছোটাল’ (Kamariya Se Sadiya Chhootal) গানটিতে। যেখানে দেখানো হচ্ছে যে কাজল তার ঘরে রান্নার কাজে ব্যস্ত, কিন্তু খেসারি লাল কাজলকে দেখে উত্তেজিত হয়ে যায়। সে তার উত্তেজনা কিছুতেই ধরে রাখতে পারে না, প্রথমেই তার চোখ যায় কাজলের বুকের খাঁজে, এরপরেই রোম্যান্টিক হয়ে ওঠেন খেসারি লাল। বারবার, নায়িকাকে বশে আনার চেষ্টা করেন। কখনো কোমড় জড়িয়ে টানতে শুরু করেন তো কখনো হাতে ঠোঁট ছুঁইয়ে মানাতে থাকেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উত্তেজনায় ভরপুর এই মিউজিক ভিডিও এখন রীতিমত ভাইরাল। বহু দর্শক এক ক্লিকে এনজয় করছে খেসারি লাল এবং কাজল রাঘওয়ানি’র ভরপুর রোম্যান্স। তাছাড়া, যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়মিত দর্শক তাদের কাছে ভোজপুরি মিউজিক ভিডিও সবসময়ের জন্য হিট। সেরকমই, আবারও দর্শকদের এক ক্লিকে বাজিমাৎ করলো ‘কামরিয়া সে সাদিয়া ছোটাল’ (Kamariya Se Sadiya Chhootal) গানটি।

এমনিতেই ভোজপুরি সিনেমার সুপারস্টার খেসারি লাল যাদব আজকাল শীর্ষ অভিনেতাদের তালিকায় রয়েছেন। একই সঙ্গে খেসারি লালের ছবিতে কাজল রাঘওয়ানিকে মানুষ অনেক পছন্দ করেন। এই দুই তারকা যখন একত্রিত হন, তখন তারা তাদের অভিনয় দিয়ে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগুন ধরিয়ে দেন। দেখুন দুজনের গরম গরম রসায়ন।

About Author