Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Video: আম্রপালি দুবে ‘নাগিনিয়া’ ভিডিওতে মাতিয়ে দিলেন, ভক্তদের উচ্ছ্বাস

প্রায় এক শতাব্দী আগে ভোজপুরী অঞ্চলের বিখ্যাত পূর্ব সম্রাট মহেন্দ্র মিসিরের রচিত 'নাগিনী' গান আবার নতুন করে তৈরি করা হয়েছে। জনপ্রিয় লোকশিল্পী প্রিয়া মল্লিকের মধুর কণ্ঠে গাওয়া এই গানটিতে মিউজিক…

Avatar

প্রায় এক শতাব্দী আগে ভোজপুরী অঞ্চলের বিখ্যাত পূর্ব সম্রাট মহেন্দ্র মিসিরের রচিত ‘নাগিনী’ গান আবার নতুন করে তৈরি করা হয়েছে। জনপ্রিয় লোকশিল্পী প্রিয়া মল্লিকের মধুর কণ্ঠে গাওয়া এই গানটিতে মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অভিনেত্রী আম্রপালি দুবে।

টি সিরিজের হাত ধরে ‘নাগিনিয়া’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১৪ জুন, ২০২৪ শুক্রবার হামার ভোজপুরির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘নাগিনিয়া’ মিউজিক ভিডিওটি। মহেন্দ্র মিসিরের অমর রচনায় কিছু নতুন কথা যোগ করেছেন পঙ্কজ নারায়ণ।

অপূর্ব বাজাজের পরিচালনায়

এই ভোজপুরি পূরবী গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অপূর্ব বাজাজ। গানটিতে সংগীত দিয়েছেন এল লক্ষ্মীকান্ত।

দর্শকদের মন জয়

ভোজপুরি তারকা আম্রপালি দুবে ও প্রিয়া মল্লিকের জুটি দর্শকদের মন জয় করেছে। গানের মিষ্টি সুর ও প্রিয়া মল্লিকের মধুর কণ্ঠ শ্রোতাদের মুগ্ধ করেছে।

ইতিবাচক প্রতিক্রিয়া

মিউজিক ভিডিওটির কমেন্ট সেকশনে ভরা প্রশংসার বানি। অনেকেই গানটি শুনে মুগ্ধ বলে মন্তব্য করেছেন।

ঐতিহ্যের সাথে নতুনত্ব

‘নাগিনিয়া’ গানটি ঐতিহ্যবাহী ভোজপুরি পূরবী গানের সুর ধরে রেখেও নতুনত্বের ছোঁয়া দিয়েছে। মহেন্দ্র মিসিরের অমর সৃষ্টি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই গানটি।

About Author