Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Song: হট আম্রপালির সঙ্গে দুর্দান্ত রোমান্স নিরহুয়ার, ভিডিও ভাইরাল ইন্টারনেটে

আজকের দিনে বলিউডের সাথে যদি কোন ফিল্ম ইন্ডাস্ট্রি সাহসিকতার দিক থেকে টক্কর দিয়ে থাকে, তবে সেটি হলো ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। দিনের পর দিন এর ক্রেজ এতটাই বৃদ্ধি পেয়েছে যে, বর্তমানে…

Avatar

আজকের দিনে বলিউডের সাথে যদি কোন ফিল্ম ইন্ডাস্ট্রি সাহসিকতার দিক থেকে টক্কর দিয়ে থাকে, তবে সেটি হলো ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। দিনের পর দিন এর ক্রেজ এতটাই বৃদ্ধি পেয়েছে যে, বর্তমানে বিয়ে বাড়ি হোক কিংবা অন্নপ্রাশন, সর্বত্রই আজ দাপটের সাথে বাজানো হচ্ছে ভোজপুরি গান। এখানেই শেষ নয়, স্বল্প সময়ে ভরপুর বিনোদন পেতে বেশিরভাগ মানুষ আজকের দিনে উপভোগ করতে পছন্দ করছেন ভোজপুরি সিনেমা গুলি। এ কথা জোর দিয়ে বলা যেতেই পারে, সোশ্যাল মিডিয়ায় বলিউডের আধিপত্য একাই ধ্বংস করেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি।

আম্রপালির সাথে নিরহুয়ার ঘনিষ্ঠ মুহূর্ত উদযাপন

আজকের দিনে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই আম্রপালি এবং নিরহুয়ার অনবদ্য রসায়ন। বিগত এক দশকেরও বেশি সময় ধরে এই জুটিতে চিত্রায়িত হয়েছে একের পর এক সুপারহিট সিনেমা থেকে শুরু করে অ্যালবাম গান। আপনারা জানলে অবাক হবেন, আম্রপালি এবং নিরহুয়ার অনবদ্য জুটিতে ৩৫টির বেশি সিনেমা এবং শতাধিক অ্যালবাম গান নির্মিত হয়েছে। যেখানে অধিকাংশ সিনেমায় দুজনকে খোলাখুলি রোমান্স করতে দেখা গেছে। একথা বলা যেতেই পারে, বর্তমানে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এই সুপারহিট জুটিকে কেন্দ্র করে বিনোদনের নতুন মাধ্যম খুঁজে পেয়েছেন সোশ্যাল মিডিয়া প্রেমীরা।

ভাইরাল হচ্ছে এই ভিডিও

বর্তমানে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় এই জুটির একটি রোমান্টিক গানের ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে ইউটিউবে। “গোরি তোহার কামার লাচকাউয়া” শীর্ষক গানে সেক্সি অভিনেত্রী আম্রপালির সাথে উষ্ণ রোমান্স করতে দেখা গেছে নিরহুয়াকে। এতদিন এই জুটিকে কেন্দ্র করে বেডরুমের মধ্যে রোমান্স কিংবা শস্য খেতে রোমান্সের দৃশ্য নির্মিত হলেও বর্তমানে ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওতে লন্ডনের রাজপথে দুই তারকাকে উত্তেজনা পূর্ণ রোম্যান্স করতে দেখা গেছে। যা বর্তমানে রাতের ঘুম ওড়াচ্ছে বিনোদনপ্রেমীদের। ১২ মিলিয়ন মানুষের মত আপনিও দেখুন ইন্টারনেটে ভাইরাল হওয়া আম্রপালি-নিরহুয়ার রোমান্টিক গানের ভিডিও-
About Author