Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Video: ভোজপুরি গানে নয়া ঝড়, ‘কমরিয়া মে পির’-এ খেসারি-নীলমের কেমিস্ট্রি ভাইরাল

রবিবার রাতের ‘বিগ বস ১৯’-এর মঞ্চে ঝড় তুললেন ভোজপুরি নায়িকা নীলম গিরি। আর তার পরের দিন সকালেই মুক্তি পেল তাঁর নতুন ভোজপুরি গান ‘কমরিয়া মে পির’, যা কয়েক ঘণ্টার মধ্যেই…

Avatar

রবিবার রাতের ‘বিগ বস ১৯’-এর মঞ্চে ঝড় তুললেন ভোজপুরি নায়িকা নীলম গিরি। আর তার পরের দিন সকালেই মুক্তি পেল তাঁর নতুন ভোজপুরি গান ‘কমরিয়া মে পির’, যা কয়েক ঘণ্টার মধ্যেই রেকর্ড গড়েছে। গানটি মুক্তির মাত্র ৮ ঘণ্টার মধ্যেই ইউটিউবে ১ মিলিয়নেরও বেশি ভিউস পেয়েছে। ভক্তদের উচ্ছ্বাসে সোশ্যাল মিডিয়ায় যেন একেবারে আগুন লেগে গেছে।খেসারি লাল যাদবের সঙ্গে নীলম গিরির এই গানটি ইতিমধ্যেই ভোজপুরি সঙ্গীতপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। গানটির ভিডিওতে তাঁদের স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা গেছে। গল্পের শুরুতে দেখা যায়, নীলম স্বামী খেসারির উপর রাগ করছেন কারণ তিনি দেরি করে বাড়ি আসেন। তার পরেই শুরু হয় মন খারাপ-মানানোর খুনসুটি, যা ভক্তদের কাছে দারুণ লেগেছে।গানটির কথাগুলি লিখেছেন নির্জলা এনকে, আর সুর দিয়েছেন মধুकर আনন্দ। ভিডিওটি পরিচালনা করেছেন সুমিত কুমার ও রোহিত শেট্টি, এবং কোরিওগ্রাফিও করেছেন রোহিত। গানে কণ্ঠ দিয়েছেন খেসারি লাল যাদব ও জনপ্রিয় গায়িকা শিল্পী রাজ। প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে গানটি ইতিমধ্যেই ৬৯ হাজারেরও বেশি লাইক এবং ১৫ হাজারের বেশি মন্তব্য পেয়েছে। ভক্তরা গানের রোমান্টিক রসায়ন ও আকর্ষণীয় লিরিক্সকে বিশেষভাবে প্রশংসা করছেন।এদিকে, নীলম গিরি বর্তমানে রয়েছেন ‘বিগ বস ১৯’-এর ঘরে। গ্র্যান্ড প্রিমিয়ারে তাঁর এন্ট্রির আগে ভোজপুরি সুপারস্টার পবন সিং ভিডিও বার্তায় তাঁকে পরিচয় করিয়ে দেন। মঞ্চে প্রবেশের সময় নীলম বলেছিলেন, তিনি “গর্দা উড়াতে এসেছেন”— আর তাঁর এই প্রতিশ্রুতি সত্যি প্রমাণিত হয়েছে নতুন গানের তুমুল সাফল্যে।ভোজপুরি ইন্ডাস্ট্রিতে নীলম গিরি নতুন হলেও, তাঁর জনপ্রিয়তা বাড়ছে দ্রুত। খেসারি লাল যাদবের সঙ্গে জুটি বেঁধে করা প্রতিটি গানই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে। ‘কমরিয়া মে পির’ সেই ধারাবাহিকতায় আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি।
About Author