Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Video: নিরাহুয়া এবং আম্রপালি দুবের ৮ বছরের পুরনো রোমান্টিক গানটি ভাইরাল, ভিডিওটি দেখে উত্তেজিত ভক্তরা

বছর আটেক আগে মুক্তি পেয়েছিল এক জনপ্রিয় ভোজপুরি রোমান্টিক গান। আজ, ২০২৫-এ এসে সেই গানই আবার ভাইরাল! নেটিজেনরা যেন ফের একবার প্রেমে পড়েছেন ‘আম্রপালি-নিরহুয়া’ জুটির অনস্ক্রিন কেমিস্ট্রিতে। এই গানের নাম…

Avatar

বছর আটেক আগে মুক্তি পেয়েছিল এক জনপ্রিয় ভোজপুরি রোমান্টিক গান। আজ, ২০২৫-এ এসে সেই গানই আবার ভাইরাল! নেটিজেনরা যেন ফের একবার প্রেমে পড়েছেন ‘আম্রপালি-নিরহুয়া’ জুটির অনস্ক্রিন কেমিস্ট্রিতে।

এই গানের নাম আজ নতুন প্রজন্মের কাছেও ফের চর্চার বিষয় হয়ে উঠেছে। অরিজিনাল ভিডিওটি প্রকাশ পেয়েছিল জনপ্রিয় মিউজিক লেবেল T-Series Bhojpuri-এর ইউটিউব চ্যানেলে। গানটির মূল আকর্ষণ ছিলেন ভোজপুরি সিনেমার দুই বিখ্যাত মুখ—আম্রপালি দুবে ও দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সাগরের ধারে এবং সবুজে মোড়া বাগানের ব্যাকড্রপে শ্যুট করা এই গানের রোমান্টিক দৃশ্যগুলো এখন আবারও ভাইরাল হয়েছে ইউটিউবে। গানটি প্রকাশের পর থেকেই লক্ষ লক্ষ দর্শক বারবার দেখছেন এই ভিডিও।

বিশেষ করে আম্রপালির অভিব্যক্তি ও স্ক্রিন-প্রেজেন্স দেখে মুগ্ধ হচ্ছেন দর্শকরা। পাশাপাশি নিরহুয়ার স্নেহভরা চরিত্রায়নকেও যথেষ্ট প্রশংসা করা হচ্ছে। অনেকে বলছেন, ‘‘এই জুটির রসায়ন যে এত বছর পরেও এতটা তাজা থাকবে, তা ভাবিনি।’’

এই গানকে ঘিরে ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন:

১. এই গানটি প্রথম কবে প্রকাশিত হয়েছিল?
→ গানটি প্রায় ৮ বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল।

২. কারা অভিনয় করেছেন এই গানে?
→ জনপ্রিয় ভোজপুরি তারকা আম্রপালি দুবে ও নিরহুয়া।

৩. ভিডিওটি কোথায় শ্যুট হয়েছে?
→ সাগরপাড় ও বাগানের প্রাকৃতিক দৃশ্যপটকে কেন্দ্র করে ভিডিওটি চিত্রায়িত।

৪. কেন গানটি আবার ভাইরাল হয়েছে?
→ দর্শকদের মতে, এই জুটির দুর্দান্ত কেমিস্ট্রি ও গানটির চিত্রনাট্যই এই রিভাইভালের মূল কারণ।

৫. এই গানের কৃতিত্ব কাদের প্রাপ্য?
→ অভিনয়ে আম্রপালি-নিরহুয়া এবং প্রযোজনা ও পরিবেশনায় T-Series Bhojpuri-এর অবদান অনস্বীকার্য।

About Author