Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মনি ভট্টাচার্যকে খাটে শুতে দিলেন না পবন সিং, করলেন তার সাথে ব্যাপক রোম্যান্স, ভাইরাল ভিডিও

ভোজপুরি সিনেমাতে পবন সিং মানেই একটা আলাদা আকর্ষণ ওই সিনেমায়। ভোজপুরি দুনিয়ার সবথেকে বড় সুপারস্টারদের মধ্যে একজন হলেন পবন সিং। তার প্রতিটি ছবি বক্স অফিসে হয়ে থাকে হিট। ভোজপুরি সুপারস্টার…

Avatar

ভোজপুরি সিনেমাতে পবন সিং মানেই একটা আলাদা আকর্ষণ ওই সিনেমায়। ভোজপুরি দুনিয়ার সবথেকে বড় সুপারস্টারদের মধ্যে একজন হলেন পবন সিং। তার প্রতিটি ছবি বক্স অফিসে হয়ে থাকে হিট। ভোজপুরি সুপারস্টার পবন সিং তার অসাধারণ অভিনয় ও গানের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। অক্ষরা সিং, আম্রপালি দুবে, মোনালিসা এবং কাজল রাঘভানির সাথে তার জুটি বক্স অফিসে বারবার সুপারহিট হয়েছে। তবে এবারে তার একটি নতুন গান হয়েছে ভাইরাল। আর এই গানে তাকে দেখা যাচ্ছে একজন নতুন অভিনেত্রীর সঙ্গে রোম্যান্সে লিপ্ত হতে। ভোজপুরি জগতে এই গানটিও হয়েছে ভাইরাল। আর এই গানেও রয়েছে পরপর বহু রোম্যান্টিক দৃশ্য, যা আপনাকে উত্তেজিত করে তুলবেই।

এবার ‘পালঙ্গিয়া সোনা না দিয়া’ গানের মাধ্যমে ইউটিউবেও তুঙ্গে পৌঁছেছেন পবন। গানটিতে তার সাথে অভিনয় করেছেন মণি ভট্টাচার্য। হলুদ পোশাকে দুই তারকাকে একসাথে দারুণ দেখা যাচ্ছে। গানটি ইতিমধ্যে ৩৩,৪৯,১০৪ বারেরও বেশি বার দেখা হয়েছে। ‘পালঙ্গিয়া সোনা না দিয়া’ গানটি গেয়েছেন পবন সিং ও ইন্দু সোনালি। এর গান লিখেছেন সুমিত সিং এবং সঙ্গীত পরিচালনা করেছেন ছোট বাবা বাশী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পবন সিংয়ের গানগুলি ভোজপুরি সিনেমায় খুব ভাইরাল হয় এবং তিনি দর্শকদের কাছ থেকেও প্রচুর ভালবাসা পান। ‘পালঙ্গিয়া সোনা না দিয়া’ গানটিও তার জনপ্রিয়তার আরেকটি নিদর্শন। ‘পালঙ্গিয়া সোনা না দিয়া’ গানটি পবন সিংয়ের ভক্তদের জন্য একটি আনন্দের উপহার। গানটি ইউটিউবে দীর্ঘদিন ধরে ট্রেন্ডিং লিস্টে থাকবে বলে আশা করা যায়।

About Author