আজকের দিনে দাঁড়িয়ে ভোজপুরি গান সবথেকে জনপ্রিয় কয়েকটি ভারতীয় সংগীতের মধ্যে একটি হয়ে উঠেছে। যে কোন অনুষ্ঠানেই আজকাল ভোজপুরি গান বাজনা শোনা যায়। সবথেকে বড় কথা যে কোন পার্টিতে এই ধরনের গান একেবারে মাস্ট। অনেক অনুষ্ঠানে আমরা ভোজপুরি গান শুনে থাকি এবং অনেকেই এই ভোজপুরি গানের সঙ্গে নাচ করে মঞ্চ মাতিয়ে দেন। ভোজপুরি অনেক তারকা এমন রয়েছেন যারা বলিউড তারকাদের থেকেও অনেক বেশি জনপ্রিয়। এদের মধ্যে যেমন আছেন নিরাহুয়া, তেমনি রয়েছেন খেসারি লাল যাদব এবং রবি কিসান এর মতো তারকারা।
অভিনেত্রীদের দিক থেকেও অনেকেই ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে নিজেদের একটা আলাদা রকমের জনপ্রিয়তা তৈরি করে ফেলেছেন। এই তালিকায় আমরা অবশ্যই পেয়েছি বাঙালি কন্যা মোনালিসাকে। তার পাশাপাশি মস্তরাম অভিনেত্রী রানি চ্যাটার্জি, অভিনেত্রী আম্রপালি দুবে। তবে তাদের সাথেই আরো একজনের নাম করতে হয় যিনি হলেন কাজল রাঘবানি। তিনিও ভোজপুরি জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠেছেন সম্প্রতি। যেকোনো ভোজপুরী গানে তার নাচের ভঙ্গিমা এবং তার অভিনয় দক্ষতা সকলকে মুগ্ধ করেছে।
এই মুহূর্তে অভিনেত্রী কাজল রাগবানির একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই ভিডিওতে তিনি ভোজপুরি জগতের অন্যতম অভিনেতা খেসারি লাল যাদবের সঙ্গে অভিনয় করছেন। বর্তমানে খেসারি লাল যাদব এবং কাজল রাঘওয়ানির পুরনো গানটি ইউটিউবে প্রচুর দেখা হচ্ছে। গানটির শিরোনাম ‘জাওয়ানিয়া ই বাঘি ভয়িল বা’, যাতে খেসারি লাল এবং কাজলকে রোমান্টিক মুডে দেখা যায়। ‘জওয়ানিয়া ই বাঘি ভাইল বা’ গানটি ভোজপুরি দর্শকরা বারবার দেখতে চাইছেন।
‘জওয়ানি কা জলওয়া’ ছবি থেকে এই গানটি নেওয়া হয়েছে। এই গানের ভিডিওতে কাজল রাঘওয়ানি খেসারিকে তার যৌবনের স্বাদ দিচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, এই গানটি গেয়েছেন খেসারি লাল যাদব এবং খুশবু জৈন। গানটির কথা লিখেছেন প্যারে লাল যাদব ও আজাদ সিং এবং সঙ্গীত দিয়েছেন মধুকর আনন্দ। এই গানটি এখন পর্যন্ত ২৬,০৪,৪৪১ বার ভিউ পেয়েছে। এই গানটি ইউটিউবে খেসারী মুভিজ অ্যান্ড মিউজিক নামে একটি চ্যানেল প্রকাশ করেছে।