বিনোদন

Bhojpuri: আকাঙ্কা দুবেকে সিঁড়িতে ফেলে দেদার রোমান্স করলেন পবন সিং, দেখুন রোমান্সে ভরপুর ভিডিও

অভিনেতা পবন সিং এবং রূপসী অভিনেত্রী আকাঙ্কা দুবের রোমান্টিক জুটি বেশ পছন্দ করেছেন নেটিজেনরা।

Advertisement

Advertisement

বিগত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণতার ঝড় তুলেছে ভোজপুরি ইন্ডাস্ট্রি। বিশেষ করে সিনেমায় ব্যবহৃত রোমান্সে ভরপুর গানগুলি রাতের ঘুম উড়িয়ে দিচ্ছে নেটিজেনদের। আর ভোজপুরি ইন্ডাস্ট্রির কথা যখন আসে, তখন অবশ্যই যে জুটির কথা সবার প্রথমে মানুষকে আকর্ষণীয় করে সেটি হল নিরহুয়া-আম্রপালির সুপার ফ্রেন্ডলী জুটি। আপনারা জানলে অবাক হবেন, ভোজপুরি ইন্ডাস্ট্রিতে এই দুই তারকা একত্রে ৩০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তবে জনপ্রিয়তার দিক থেকে কোন অংশে পিছিয়ে নেই সুপারস্টার পবন সিং।

Advertisement

উল্লেখ্য, ‘ইয়ে আরা কাভি নাহারা হি’ গানে সুপারহিট অভিনেত্রী আকাঙ্কা দুবের বিপরীতে পবন সিং-কে রোমান্টিক দৃশ্যে অভিনয় নিঃসন্দেহে আপনারা উপভোগ করেছেন। ভিডিওটিতে আকাঙ্কা দুবেকে নীল শাড়িতে পবন সিং-কে উত্তপ্ত করতে দেখা গেছে। এরপর উত্তপ্ত পবন সিং জনপ্রিয় অভিনেত্রী আকাঙ্কা দুবেকে সিঁড়িতে ফেলে কিভাবে রোমান্স করেন তা দেখানো হয়েছে ভিডিওটিতে। যা নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।

Advertisement

আমরা আপনাদের জানিয়ে রাখি, অভিনেতা পবন সিং এবং রূপসী অভিনেত্রী আকাঙ্কা দুবের রোমান্টিক জুটি বেশ পছন্দ করেছেন নেটিজেনরা। এই প্রথম বার নয় যে পবন সিং এবং আকাঙ্কা দুবের রোমান্টিক গানের ভিডিও ভাইরাল হয়েছে। ইতিপূর্বে তাদের একাধিক রোমান্টিক ভিডিও ঘাম ঝরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া প্রেমীদের। এই বেলা উপভোগ করে ফেলুন, রোমান্সে ভরপুর পবন সিং এবং আকাঙ্কা দুবের হট ভিডিওটি-

Advertisement

Recent Posts