সাম্প্রতিক ভাইরাল হওয়া রিল ভিডিওটি নিজের ইনস্টাগ্রামের পাতা থেকেই শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে দীবাকর দীবেদী ও প্রিয়াঙ্কা সিংয়ের গাওয়া গানের তালেই দেখা মিলেছে তার। ‘রাঙ্গ ডালে কে তারিকা’ গানটিই শোনা গিয়েছে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া সাম্প্রতিক রিল ভিডিওতে। এটি যে অনক্যামেরা শুটিংয়ের ঝলক সেকথা অবশ্য ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। এদিন শুটিংয়ের সময় অভিনেত্রীর পরনে ছিল হালকা সবুজ রঙের লেহেঙ্গা। মানানসই সাজে একেবারে শুটিং মোডেই ছিলেন তিনি। অভিনেত্রীর এই শুটিং মোড যে তার অনুরাগীদের বেজায় পছন্দ হয়েছে, তার ঝলক কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে। এই মুহূর্তে বলাই বাহুল্য, অভিনেত্রীর সাথে সাথে এই হোলির গানে মেতে উঠেছেন ভোজপুরি দর্শকদের একাংশও।
Neelam Giri: ভোজপুরি অভিনেত্রী নীলাম গিরি সেক্সি স্টাইলে নাচলেন, এমন ভিডিও সামনে এসেছে
বর্তমান প্রজন্মের কাছে ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকারা এখন বেশ ভালই পরিচিত। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই যে তা সম্ভব হয়েছে, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। আজকের যুগে দাড়িয়ে সোশ্যাল মিডিয়ার…

আরও পড়ুন