খুব সম্প্রতি একেবারে বঙ্গনারীর সাজেই দেখা মিলেছে মোনালিসার। কোন এক মন্দিরেই দেখা মিলেছে তার। খুব সম্ভবত শুটিংয়ের ফাঁকেই বানিয়েছেন এই রিল ভিডিও। এদিন খোলা চুলে, হলুদ শাড়ি ও লাল ব্লাউজে ছিলেন অভিনেত্রী। কপালে ছিল লাল বড় টিপ। পরেছিলেন মানানসই জমকালো কানের দুলও। মোটা করে কাজল পরার পাশাপাশি লাগিয়েছিলেন লাল লিপস্টিক। আর এই সাজেই বাদশার ‘গেন্দা ফুল’এর তালে আঁচল উড়িয়েছেন মোনালিসা। আপাতত, অভিনেত্রীর এই সাম্প্রতিক ঝলক মন কেড়েছে অধিকাংশ নেটনাগরিকদের। মুগ্ধ করেছে তার অনুরাগীমহলকেও, যা সোশ্যাল মিডিয়ায় পাতায় নজর রাখলেই স্পষ্ট হবে।
Monalisha: হলুদ শাড়িতে লাল বড় টিপ পরলেন মোনালিসা, বাদশার গান খোসমেজাজে অভিনেত্রী
অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের…

আরও পড়ুন