সম্প্রতি নিজের যে ছবির সূত্র ধরে এই মুহূর্তে নেটিজেনদের মাঝে চর্চায় মোনালিসা, সেখানে তাকে রোদের মধ্যে কালো বিকিনিতে একটি বাথটবে শুয়ে পোজ দিতে দেখা গিয়েছে। সাথে একটি লাল স্রাগের পাশাপাশি চোখে পরেছিলেন রোদ চশমাও। একেবারে নিজেকে এলিয়ে দিয়েছিলেন ঐ বাথটবের মধ্যেই। সম্প্রতি এই ছবি নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন মোনালিসা। এই মুহূর্তে অভিনেত্রীর এই ছবি রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে গোটা নেটমাধ্যমে। মুগ্ধ হয়েছেন তার ভক্তরাও। অভিনেত্রী এই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, তিনি অলস নন, তিনি শুধুমাত্র নিজের শক্তি সঞ্চয় করে রাখছেন। গত রবিবার নিজের এই ছবিটিই শেয়ার করেই এই মুহূর্তে নেটনাগরিকদের মাঝে চর্চিত ও প্রশংসিত মোনালিসা।
বাথটবে শুয়ে বিকিনি লুকেই দিলেন পোজ, অভিনেত্রীর রূপের উষ্ণতায় ফুটছে গোটা নেটদুনিয়া, একা দেখুন
অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের…

আরও পড়ুন