সম্প্রতি নিজের যে লুকের সূত্র ধরে চর্চিত অভিনেত্রী সেখানে, লাল-সাদা-কালো শিফন শাড়িতে দেখা মিলেছে তার। পরেছিলেন ব্যাকলেস কালো ব্লাউজও। নুড গ্লসি মেকাপে পরেছিলেন কালো টিপও। বেঁধেছিলেন চুলও। বলাই বাহুল্য, এদিন হালকা লাল লিপস্টিকে নিজের মেকাপ ভ্যান থেকেই শেয়ার করে নিয়েছিলেন নিজের ঝলক। শুটিং ফ্লোরে যাওয়ার আগেই এই বেশে ক্যামেরার সামনে এসেছিলেন মোনালিসা, যা খুব স্বাভাবিকভাবেই নজর কেড়েছে নেটজনতার। তার এই বোল্ড শাড়ি লুকে মুগ্ধ অনুরাগীরাও। আপাতত, তার একাধিক ঝলক মিলবে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া রিল ভিডিওর কমেন্টবক্সেই।
ভোজপুরি অভিনেত্রী মোনালিসা দেশি অবতারে সেক্সি নাচ, অভিনেত্রীর হটনেস দেখে ঘাম ঝরছে ভক্তদের (VIDEO)
অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের…

আরও পড়ুন