এই মুহূর্তে মোনালিসা নিজের যে ছবির সূত্র ধরে নেটদুনিয়ায় চর্চার আলোয় রয়েছেন, সেখানে তাকে একেবারে ট্রাডিশনাল পোশাকে দেখা গিয়েছে তাকে। হালকা গোলাপি রঙের সারেরা-গারেরায় অভিনেত্রীকে দেখা গিয়েছে এদিন। সম্প্রতি বলাই বাহুল্য, খোলা চুলে, মানানসই ঝুমকোয় মোনালিসা মুগ্ধ করেছেন তার ভক্তদের। নিজের বাড়িতেই সাম্প্রতিক এই ছবিগুলি তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। অবশ্য সেকথা ছবিতে নজর রাখলেই স্পষ্ট হবে। আপাতত নিজের ট্র্যাডিশনাল লুকের জন্য আবারো চর্চার আলোয় মোনালিসা।
Monslisa: গোলাপি পোশাকে সুন্দর সাঝে অভিনেত্রী মোনালিসা, অভিনেত্রীর সৌন্দর্য দেখে অবাক দর্শকরা
অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের…

আরও পড়ুন