Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অযোধ্যায় নতুন মসজিদের নির্মাণ আগামী ২৬ জানুয়ারি, মসজিদের ব্লু প্রিন্ট প্রকাশ শনিবার

অযোধ্যা: দীর্ঘ বেশ কয়েক বছর ধরে চলা অযোধ্যা মামলার নিষ্পত্তি ঘটেছে। ইতিমধ্যেই লকডাউন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সাড়ম্বরেই এই অনুষ্ঠানের আয়োজন করা…

Avatar

অযোধ্যা: দীর্ঘ বেশ কয়েক বছর ধরে চলা অযোধ্যা মামলার নিষ্পত্তি ঘটেছে। ইতিমধ্যেই লকডাউন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সাড়ম্বরেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর এবার বাবরি মসজিদের জায়গায় অযোধ্যায় তৈরি হতে চলেছে নতুন মসজিদ। পাঁচ একর জমিতে এই মসজিদ করার ছাড়পত্র আগেই পাওয়া হয়ে গিয়েছিল। এবার শুধু তৈরি হওয়ার অপেক্ষা। জানা গিয়েছে, একটি ব্লুপ্রিন্ট ইতিমধ্যেই তৈরি করে ফেলা হয়েছে, যা প্রকাশ করা হবে আগামী শনিবার। এমনকি ভিত নির্মাণের দিন স্থির পর্যন্ত হয়ে গিয়েছে। জানা গিয়েছে আগামী বছরের ২৬ জানুয়ারি অর্থাৎ ৭০তম প্রজাতন্ত্র দিবসের দিন অযোধ্যায় এই নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান আয়োজন করা হবে। এর জন্য ইতিমধ্যেই কয়েকজন সদস্যকে নিয়ে একটি ট্রাস্ট তৈরি করা হয়েছে।

এ প্রসঙ্গে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সচিব আথার হুসেন বলেছেন, ‘নতুন মসজিদের ভিত তৈরির জন্য ট্রাস্টের তরফ থেকে ২৬ জানুয়ারি দিনটিকে নির্বাচন করা হয়েছে। দেশের সংবিধান কার্যকরী হওয়ার ৭০ বছর পূর্তির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ মসজিদের ব্লুপ্রিন্ট বলছে, মসজিদের সঙ্গেই তৈরি হবে একটি মাল্টি-স্পেশালিটি হাসপাতাল, সদস্যদের জন্য একটি রান্নাঘর এবং লাইব্রেরি। ডিজাইন তৈরি করেছেন প্রজেক্টের চিফ আর্কিটেক্ট প্রফেসর এসএম আখতার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নতুন মসজিদ নির্মাণ প্রসঙ্গে আর্কিটেক্ট প্রফেসর এসএম আখতার বলেন, ‘মসজিদের আকৃতি হবে গোল, এখানে ২০০০ জন মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবে।’ জানা গিয়েছে, এই নতুন মসজিদ বাবরি মসজিদের থেকে আকারে অনেক বড় হবে। সব মিলিয়ে অযোধ্যায় রাম মন্দির এবং মসজিদ তৈরি করা নিয়ে যে বাদানুবাদ এতদিন ধরে চলে আসছিল, তার অবসান ঘটে সকলের ভালর স্বার্থে দুই ধর্মকেই মানতা দেওয়া হচ্ছে। এটা যথেষ্ট ইতিবাচক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

About Author