কেরিয়ার

কেন্দ্রীয় সংস্থা BHEL এ ব্যাপক কর্মী নিয়োগ, বেতন ১ লাখ টাকারও বেশি

এই কর্মী নিয়োগের জন্যই BHEL একটি অফিসিয়াল নোটিফিকেশন যদি করেছ

Advertisement
Advertisement

রাষ্ট্রায়ত্ত সংস্থার ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড ওরফে ভেল BHEL এ হবে ব্যাপক কর্মী নিয়োগ। এই নিয়োগের মূল লক্ষ্য হতে চলেছে শিক্ষিত মানুষদের একটা কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। এই নিয়োগে নিযুক্তদের নির্দিষ্ট শহরে নিয়োগ করা হবে বলেও জানিয়েছে BHEL। ইতিমধ্যেই এই নিয়ে আবেদনের পালা শুরু হয়েছে।

Advertisement
Advertisement

জানা যাচ্ছে, এই কোম্পানিটি ট্রেনি (মেকানিক্যাল), সুপারভাইজ়ার ট্রেনি (সিভিল) এবং সুপারভাইজ়ার ট্রেনি (এইচআর) পদে নিয়োগ করবে কর্মীদের। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৭৫টি। ভেল পাওয়ার সেক্টর, কর্পোরেট অফিস, এইচইপি ভোপাল, এইচপিইপি হায়দরাবাদ, এইচপিবিপি ত্রিচি, এইচইইপি হরিদ্বার এবং টিপি ঝাঁসি কেন্দ্রে হবে এই প্রার্থীদের নিয়োগ। আর এই আবেদন করার সর্বাধিক হয় মাত্র ২৭ বছর তবে, সংরক্ষিত শ্রেণীভুক্তদের রয়েছে আলাদা সংরক্ষণ

Advertisement

প্রতি কর্মীর প্রথম এক বছর চলবে ট্রেনিং। সেই সময়ে তাঁদের বেতনক্রম হবে ৩২,০০০-১,০০,০০০ টাকা প্রতি মাসে। প্রশিক্ষণ শেষে এই পদে প্রার্থীদের স্থায়ী ভাবে নিয়োগ করা হবে। তাঁদের বেতনক্রম তখন বেড়ে দাঁড়াবে ৩৩,৫০০-১,২০,০০০ টাকা প্রতি মাসে।

Advertisement
Advertisement

এছাড়াও প্রার্থীরা নানা ধরনের সুবিধা পাবেন। সঙ্গেই, বিশেষ প্রজেক্টে কাজের জন্য সুপারভাইজ়ার ট্রেনি (মেকানিক্যাল) এবং সুপারভাইজ়ার ট্রেনি (সিভিল) পদে নিযুক্তদের ন্যূনতম ১০ বছর কাজ করতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

তবে,এবারে প্রশ্নটা আসে নিয়োগের জন্য যোগ্যতার কি প্রয়োজন রয়েছে? আপনাদের জানিয়ে রাখি, BHEL জানিয়েছে যারা আবেদন করতে চান, তাদের প্রথমত একটি ডিপ্লোমা থাকতে হবে নির্দিষ্ট কোর্স বা বিষয়ের উপরে। ব্যাচেলর ডিগ্রি থাকলে বিষয়টা আরো ভালো । সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগের ব্যাপারে আরো বিস্তারিত লেখা হয়েছে।।

Advertisement

Related Articles

Back to top button