অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (bhswar chatterjee) বরাবর শান্তিকামী। তবে দুইবার বিবাহ বিচ্ছেদ হয়েছে তাঁর। প্রথম স্ত্রী ভাস্বর ও তাঁর পরিবারের নামে থানায় অভিযোগ করেছিলেন। হাজতবাস করতে হয়েছিল ভাস্বরকে। পরে সেই মামলা থেকে মুক্তি পেলেও বহুদিন ভাস্বর একাই ছিলেন। কয়েক বছর আগে মহানায়ক উত্তমকুমার (uttam kumar)-এর পৌত্রী নবমিতা (Nabamita chatterjee)-কে বিয়ে করেছিলেন ভাস্বর। কিন্তু সেই বিয়েও টেকেনি। তবে নবমিতার ভাই গৌরব চট্টোপাধ্যায় (Gaurav chatterjee)-এর বিয়েতে ভাস্বরকে দেখা গেছে।
আপাতত ভাস্বর ভীষণভাবে সিঙ্গল। ‘জয় বাবা লোকনাথ’ সিরিয়ালে কাজ করার সূত্রে লোকনাথ বাবা তাঁর অনুপ্রেরণা হয়ে উঠেছেন। বিয়ের প্রসঙ্গে ভাস্বর বলেছেন, হয়তো তাঁর ভাগ্যে বৈবাহিক সম্পর্ক নেই। তাই আপাতত ভাস্বর নিজের জীবনকে অন্য খাতে প্রবাহিত করতে চান। সম্প্রতি শোনা যাচ্ছিল, ভাস্বর নাকি কাশ্মীরে জমি কিনে বাড়ি কেনার কথা ভাবছেন। ভাস্বর এই বিষয়ে কথা বলতে না চাইলেও জানিয়েছেন, তিনি কাশ্মীরী ভাষা শিখছেন। কাশ্মীরী ভাষাতেই এই বছর তিনি সবাইকে জানিয়েছেন রমজানের শুভেচ্ছা। এমনকি কাশ্মীরী ভাষায় গানও গেয়েছেন ভাস্বর। তাঁর গান শুনে অভিভূত হয়ে কাশ্মীরী শিল্পী ইশকফ কাওয়া (Ishkaf kawa) ইন্সটাগ্রামে তাঁর সঙ্গে যোগাযোগ করে কাশ্মীরে আসার আমন্ত্রণ জানিয়েছেন, বললেন ভাস্বর। অপরদিকে ভাস্বর চান ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব মিটে যাক। তাই সুসম্পর্কের আর্জি জানিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran khan)-কে টুইট করেছিলেন তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে সবাইকে অবাক করে দিয়ে ভাস্বর রমজান মাসে রোজা রেখেছেন। তাঁর রোজা রাখায় আপত্তি জানাননি তাঁর পরিবার। ভাস্বর বলেছেন, তিনি চান হিন্দু-মুসলিম এক হোক। এছাড়াও ইন্ডাস্ট্রিতে বহু মুসলমান মেকআপ আর্টিস্ট রয়েছেন। তাঁদের সম্মান জানাতে ভাস্বর এই বছর রোজা রেখেছেন। আপাতত বোঝা যাচ্ছে না, ভাস্বর কি করতে চাইছেন। তবে কাশ্মীরে পাকাপাকি শিফট যে তিনি হবেনই, তা তাঁর কর্মকান্ড দেখে বোঝা যাচ্ছে। ভবিষ্যতে হয়তো ভাস্বরকে আমরা কাশ্মীরী চ্যানেলে অভিনয় করতে দেখতে পাবো।