Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বৃহন্নলাদের আশীর্বাদ চাইলেন ভারতী, মা হতে চলেছেন জনপ্রিয় কমেডিয়ান

সম্প্রতি ব্যক্তিগত কারণে সোনি টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল 12'-এর সঞ্চালনার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আদিত্য নারায়ণ (Aditya Narayan)। এই মুহূর্তে ইন্ডিয়ান আইডলের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী…

Avatar

সম্প্রতি ব্যক্তিগত কারণে সোনি টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল 12′-এর সঞ্চালনার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আদিত্য নারায়ণ (Aditya Narayan)। এই মুহূর্তে ইন্ডিয়ান আইডলের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং (Bharati singh) ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া (Harsh limbachiya)। এই দম্পতি যেখানেই যান, সেখানেই মঞ্চ মাতিয়ে দেন। তাঁদের সেন্স অফ হিউমার দিয়ে তৈরী করেন কমেডির আবহ। তুলে দেন হাসির লহর।

এদিন ইন্ডিয়ান আইডলের মঞ্চে ‘ইন্ডিয়া কি ফরমায়েশ’ পর্বে গান গেয়ে দর্শকদের মনোরঞ্জন করলেন ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী নেহাল (Nehal)। দর্শকাসনে উপস্থিত বৃহন্নলারা মুগ্ধ হয়েছেন নেহালের গানে। এরপর নেহালের অনুরোধে ইন্ডিয়ান আইডলের মঞ্চে গান গাইলেন ভারতী ও হর্ষ। ‘জুলি’ এবং ‘জানু মেরি জান’ গানদুটি গেয়ে প্রশংসিত হয়েছেন ভারতী ও হর্ষ। অনুষ্ঠানের বিচারকরাও ভারতী ও হর্ষের এই সুপ্ত প্রতিভা দেখে অভিভূত হয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গান গাওয়ার পর অনুষ্ঠানে উপস্থিত বৃহন্নলাদের উদ্দেশ্যে আশীর্বাদ প্রার্থনা করে ভারতী বলেন, পৃথিবীর কোনো শুভকাজ বৃহন্নলাদের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। ভারতী জানান, তিনি একটি কন্যাসন্তানের মা হতে চান। এই কারণে বৃহন্নলাদের আশীর্বাদ প্রার্থনা করেছেন ভারতী। এই পর্বটি নেটদুনিয়ায় ভাইরাল হতেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি ভারতী মা হতে চলেছেন? 2020 সালে ‘ইন্ডিয়া’জ বেস্ট ডান্সার’-এর বিচারক হয়ে আসার সময় তাঁর কোলে ছিল একটি বাচ্চা পুতুল। সেই সময় ভারতী বলেন, আসল বাচ্চা আসবে 2021 সালে। তাহলে কি মজার ছলে সত্যি কথা বলেছিলেন ভারতী? অপরদিকে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এর আগামী সিজনে ভারতী ও হর্ষ অংশ নেবেন। চলতি বছরের শেষে শুরু হতে চলেছে ‘বিগ বস-15’।

About Author