বলিউডবিনোদন

Salman-Katrina: ডিআইডির মঞ্চেই ক্যাটরিনার এই গুণের কথা বললেন খোদ ভাইজান, শুনেই আবেগপ্রবণ কৌশল পত্নী

×
Advertisement

বলিউডের ভাইজান তিনি। মিডিয়ার পাতায় তাকে নিয়ে চর্চার অন্ত নেই। তার ব্যক্তিগত থেকে কর্মজীবন সবটাই চর্চার গণ্ডির মধ্যে। মিডিয়ার পাতায় নজর রাখলেই ভাইজান সংক্রান্ত কোনো না কোনো খবর চোখে পড়বেই। আর এই ভাইজানের জীবনেই প্রেম অন্তহীন। সেই শুরুর সময় থেকেই একাধিক মডেল ও অভিনেত্রীদের সাথে নাম জড়িয়েছে সালমান খানের। বলি ডিভা ক্যাটরিনা কাইফের সাথে ভাইজানের সম্পর্কের কথা অজানা নয় কারোরই। বর্তমানে দুজনের পথ আলাদা হয়েছে। তবে বন্ধুত্ব রয়ে গিয়েছে এখনো। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই সেকথা স্পষ্ট হবে।

Advertisements
Advertisement

Advertisements

‘ডান্স ইন্ডিয়া ডান্স’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে একবছর আগে সালমান খান ও ক্যাটরিনা কাইফের একটি পুরনো ঝলক শেয়ার করে নেওয়া হয়েছিল। এদিন ‘ডিআইডি সিজন ৬’এর মঞ্চেই একসাথে দেখা মিলেছিল তাদের। খুব সম্ভবত নিজেদের ছবির প্রচারের খাতিরেই ঐ মঞ্চে হাজির ছিলেন অভিনেতা। তখনো ভিকি কৌশলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হননি অভিনেত্রী। আর এদিন এই মঞ্চেই মহাগুরু মিঠুন চক্রবর্তীর অনুরোধে একে অপরের রোলপ্লে করছিলেন এই দুই তারকা। আর সেখানেই অভিনেত্রীর একটি গুণের কথা জানিয়েছিলেন অভিনেতা।

Advertisements
Advertisement

তিনি জানিয়েছিলেন, যেকোনো বিষয়ে পুরোটা শোনার পরে ভালোভাবে ভেবেচিন্তে ঠান্ডা মাথায় কোন সিদ্ধান্ত নেন অভিনেত্রী। পাশাপাশি সেই প্রসঙ্গে কোন বক্তব্য রাখার আগেও ভেবে নেন তিনি। আর এটি যে তার একটি অন্যতম গুণ, সেকথা সকলের সামনে অকপটে স্বীকার করেছিলেন অভিনেতা। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতেই সেই ঝলক মিলবে। পাশাপাশি জানা যায়, যখন অভিনেতা আইনি সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন, তখন একজন ভালো বন্ধু হিসেবেই তার পাশে ছিলেন অভিনেত্রী। বিয়ের পরেও তারা যে একে অপরের বন্ধু হিসেবে রয়ে গিয়েছেন, তা আর আলাদাভাবে বলার নয়। উল্লেখ্য, চলতি বছরের দীপাবলিতেই সালমান ও ক্যাটরিনা অভিনীত দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘টাইগার ৩’ মুক্তি পেতে চলেছে।

Related Articles

Back to top button