বলিউডবিনোদন

রাজপ্রাসাদ থেকে পালিয়ে বিয়ে করলেন এক সাধারণ মানুষকে, তারপর প্রেমের খাতিরে বলিউড ছেড়েছেন, আজ দুই সন্তানের মা

×
Advertisement

৮০’র দশকের শেষের দিকে বড়পর্দায় মুক্তি পেয়েছিল সুরজ বরজাতিয়া পরিচালিত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিটি। বলাই বাহুল্য ছবিটি সেইসময় নিঃসন্দেহে বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিল। ছবিটি সালমান খানের সেইসময়ের দ্বিতীয় ব্লকবাস্টার হিট ছিল। ছবিতে তার বিপরীতে ছিলেন ভাগ্যশ্রী। বড়পর্দায় তাদের রসায়ন খুব অল্পসময়ে নজর কেড়েছিল গোটা দর্শকমহলের। এমনকি অভিনেত্রী হিসেবেও নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছিলেন একাংশের মাঝে। তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের প্রেমজীবন নিয়েই রয়েছেন চর্চায়।

Advertisements
Advertisement

১৯৬৯ সালে মারাঠি রাজপরিবারে জন্মেছিলেন অভিনেত্রী‌। তার বাবা মহারাষ্ট্রের সাংলির রাজসিংহাসনের অধিকারী ছিলেন। স্কুলজীবন থেকেই নিজের স্বামী হিমালয় দাসানির সাথে পরিচিতি ছিল তার। ক্লাসের মনিটর ছিলেন অভিনেত্রী। হিমালয় ছিলেন সেই ক্লাসেরই সবথেকে দস্যি ছেলে। ‘হিউম্যানস অফ বম্বে’তে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ছেলেবেলায় একেবারে মারামারির সম্পর্ক ছিল তাদের। তবে স্কুলের শেষ দিনে হিমালয় অভিনেত্রীকে জানিয়েছিলেন নিজের মনের কথা। জানিয়েছিলেন, তিনি ঠিক কিরকম অনুভব করেন অভিনেত্রীর বিষয়ে।

Advertisements

Advertisements
Advertisement

অভিনেত্রীর কথা অনুযায়ী, বেশ কয়েকদিন ধরে অভ্যাস করার পরেই অভিনেত্রীকে নিজের মনের কথা বলতে পেরেছিলেন হিমালয় দাসানি‌। অবশ্য সেই সাহস যুগিয়ে ছিলেন অভিনেত্রী নিজেই। তবে পরবর্তীকালে তাদের সম্পর্কের কথা জানতে পেরে অভিনেত্রীর বাবা-মা তার বিরুদ্ধে চলে যান। হিমালয়কে ছাড়া তিনি নিজের গোটা জীবনটা কাটাতে পারবেন না, এই কথা পরিষ্কার ভাবে জানানোর পর তার বাবা-মা তাকে জানিয়েছিলেন, সেই সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়নি তার।

সেইসময় হিমালয়ের সাথে যোগাযোগ করার তেমন কোন নির্দিষ্ট উপায়ও ছিল না অভিনেত্রীর কাছে। খুব কমই সাক্ষাৎ হতো তাদের। পরবর্তীকালে তাদের বিচ্ছেদ ঘটে যায়। এমনকি অভিনেত্রী বিদেশে পাড়ি দিয়েছিলেন পড়াশোনার জন্যেও। এরপরেই ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। তবে এরপর আর বড়পর্দায় দেখা মেলেনি তার। নিজের ভালোবাসার জন্যই ইন্ডাস্ট্রি ছেড়েছিলেন তিনি। ছবিতে অভিনয়ের পর ‘ম্যায়নে পেয়ার কিয়া’র পরিচালক সুরাজ বরজাতিয়া, সালমান খান ও হিমালয়ের বাবা-মায়ের উপস্থিতিতেই মন্দিরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন অভিনেত্রী। সেদিন যে তিনি কোনো ভুল সিদ্ধান্ত নেননি সেকথা আজ স্পষ্ট সকলের কাছেই। বর্তমানে তাদের দুই সন্তান অবন্তিকা ও অভিমন্যু। উল্লেখ্য, এই মুহূর্তে দুজনেই বলিউড ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে বেশ সক্রিয় হয়ে উঠছেন।

Related Articles

Back to top button