Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এখন এভাবেই সরকারি স্কিম থেকে সবাই টাকা পাবে

গোটা দেশ জুড়ে কেন্দ্র ও রাজ্য একাধিক প্রকল্প নিয়ে এসেছে সাধারণ ও নিম্নবিত্ত নাগরিকদের কথা মাথায় রেখেই। আর এই প্রকল্পগুলি প্রতিটি ছোট ছোট গ্রামে পৌঁছে দেওয়ার জন্য সরকার প্রচার চালাচ্ছে।…

Avatar

গোটা দেশ জুড়ে কেন্দ্র ও রাজ্য একাধিক প্রকল্প নিয়ে এসেছে সাধারণ ও নিম্নবিত্ত নাগরিকদের কথা মাথায় রেখেই। আর এই প্রকল্পগুলি প্রতিটি ছোট ছোট গ্রামে পৌঁছে দেওয়ার জন্য সরকার প্রচার চালাচ্ছে। তবে এই প্রসঙ্গে ডঃ ভগবত কারাড বলেছেন, সরকারি কিংবা জাতীয় ব্যাঙ্কগুলির তুলনায় বেসরকারি ব্যাংকগুলো অনেকটাই পিছিয়ে রয়েছে। এক্ষেত্রে বেসরকারি ব্যাঙ্কগুলোকে আরো অনেক বেশি প্রচেষ্টা বাড়াতে হবে উন্নতির জন্য এবং সাধারণ ও নিম্নবিত্ত নাগরিকদের কাছে পৌঁছানোর জন্য।

ডঃ ভগবত কারাড মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের আর্থিক অন্তর্ভুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সহায়তায় গরীব নিম্নবিত্ত মানুষদের জন্য একাধিক প্রকল্প নিয়ে এসেছে এবং এগুলির মধ্যে অধিকাংশই বেশ অনেকটাই সফল হয়েছে। আর সেই সমস্ত প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- প্রধানমন্ত্রী জন ধন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার মতো একাধিক যোজনা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা গিয়েছে, অর্থমন্ত্রক এই প্রসঙ্গে পর্যালোচনা করার জন্যই বৈঠক ডাকবে চলতি মাসের শেষের দিকেই। এই বৈঠকে ডাকা হবে বেসরকারি সমস্ত ব্যাঙ্কগুলোর কর্মকর্তাদেরও। কারাড জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোতে জন ধন যোজনার ক্ষেত্রে ৫০ কোটির বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে ইতিমধ্যেই। তবে এক্ষেত্রে বেসরকারি ব্যাঙ্কগুলো একেবারেই পিছিয়ে রয়েছে বলেই জানানো হয়েছে।

কারাড জানিয়েছেন, বর্তমানে ভারতের অর্থনীতি দশম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। উল্লেখ্য, অর্থমন্ত্রক যে বৈঠক করবে চলতি মাসে শেষের দিকে তার মূল লক্ষ্য হচ্ছে শহর ও গ্রামাঞ্চলের শেষ সীমা পর্যন্ত সমস্ত প্রকল্পের প্রচার পৌঁছে দেওয়া।

About Author