Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral Video: কমলা শাড়িতে জিমে গিয়ে ওজন তুললেন এই বৌদি, দর্শকরা বললেন, সুপার সে ভি উপর

আপনারা হয়তো প্রতিদিনই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম জিম এবং ব্যায়াম করার ভিডিও দেখে থাকবেন। কিন্তু কোনদিন ধুতি কুর্তা কিংবা শার্ট প্যান্ট পড়ে কাউকে জিম করতে দেখেছেন? হলফ করে বলা যেতে…

Avatar

আপনারা হয়তো প্রতিদিনই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম জিম এবং ব্যায়াম করার ভিডিও দেখে থাকবেন। কিন্তু কোনদিন ধুতি কুর্তা কিংবা শার্ট প্যান্ট পড়ে কাউকে জিম করতে দেখেছেন? হলফ করে বলা যেতে পারে এরকম কিন্তু সচরাচর দেখা যায় না। কিন্তু সোশ্যাল মিডিয়ার আজকের দিনের যুগে কিন্তু বিভিন্ন রকম বিষয়ে আজকাল ভিডিও তৈরি হতে শুরু করেছে যা হয়তো প্রথম দিকে বিশ্বাস করতে কঠিন মনে হবে আপনার। সম্প্রতি একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন মহিলাকে দেখা যাচ্ছে instagram এর পর্দায় জিম করা অবস্থায়। তবে সব থেকে আশ্চর্যজনক বিষয়টা হলো, তিনি জিম করছেন একেবারে শাড়ি পরে। শাড়ি পড়ে জিম করা মোটেও সহজ কাজ নয়, কিন্তু এই মহিলা পুরো বিষয়টাকে খুব সহজভাবে করতে পারছেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে এই মহিলার ভিডিও দারুন ভাইরাল হতে শুরু করেছে। ইতিমধ্যেই তিনি একটা ভালো ফ্যান বেস তৈরি করে ফেলেছেন। এই মহিলার নাম সুপ্রিয়া এবং তিনি এই মুহূর্তে নিজের instagram প্রোফাইলে বিরাট বড় ফ্যান ফলোয়িং তৈরি করে ফেলেছেন। আপনাদের জানিয়ে রাখি, তিনি আদতে উত্তর প্রদেশের গাজিয়াবাদে বাসিন্দা এবং তিনি একজন অভিনেত্রী।

কমলা শাড়িতে দুরন্ত ব্যায়াম

ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন অভিনেত্রী একটি কমলা রঙের শাড়ি পড়ে দুর্দান্ত ব্যায়াম করছেন। এই ব্যায়াম করার সময় তার সঙ্গে রয়েছেন তার জিম ইন্সট্রাক্টর। এই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি হাতে ওজন টেনে ব্যায়াম করছেন জিমে। তিনি মনে করেন শাড়ি তার পরিচয় ও গর্ব। তাই শাড়ি পরেই তিনি ব্যায়াম করছেন এই ভিডিওতে। এই ভিডিওটি বেশ পছন্দ হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এখন পর্যন্ত এই ভিডিওটি ১ কোটি ২৯ লাখের বেশি বার দেখা হয়েছে। একই সঙ্গে লাইক করেছেন ৪০ হাজারেরও বেশি মানুষ। হাজারো মন্তব্য এসেছে কমেন্ট বক্সে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নানা রকম কমেন্ট এসেছে এই ভিডিওতে

সোশ্যাল মিডিয়াতে বর্তমানে এই ভিডিওটি দারুন ভাবে ভাইরাল হয়েছে এবং বহু মানুষ এই ভিডিওর নিজে করেছেন কমেন্ট। কেউ কেউ বলেছেন এই ভাভির ভিডিও খুবই অনুপ্রেরণা যোগ্য। অনেকে আবার, বলেছেন এতটা এক্সারসাইজ তো ছেলেরাও করতে পারে না। মেয়েদের কাছেও এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, একটু বেশি বয়সী মহিলাদের কাছে এই ভিডিও বেশি পৌঁছে গেছে। অনেকে লিখেছেন, সুপার সে ভি উপর। সবমিলিয়ে এই ভিডিওটি যে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

 

View this post on Instagram

 

A post shared by Suppu (@apki_supriya)

About Author